[email protected] বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১৩ অগ্রহায়ণ ১৪৩২

শ্রীলঙ্কাকে ৫–০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব–১৭ দলের টানা তৃতীয় জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ৮:১৯ পিএম

এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দুরন্ত ফর্ম ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দল। চীনের মাটিতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পেল লাল–সবুজের যুবারা।

ম্যাচের শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়লেও ২৪তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। ডানদিক থেকে আরিফের উদ্দেশ্যপূর্ণ ক্রসে নিখুঁত হেডে দলকে এগিয়ে দেন ইকরামুল।  মাত্র পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান মানিক। অপুর থ্রু–বল ধরে গোলরক্ষককে পরাস্ত করে দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর বিরতির আগে ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের রক্ষণভাগের সংগঠিত খেলায় কোনো সুযোগ পায়নি লায়নরা।
 
বিরতির পর আক্রমণে ধারাবাহিকতায় থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল চালিয়ে যায় বাংলাদেশ। ৬৪তম মিনিটে রিফাত কাজীর পাস ধরে ঠাণ্ডা মাথায় গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ৩–০ তে এগিয়ে যাওয়ার পর আরও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে লাল–সবুজরা।
 
বদলি নেমে বায়েজিতের জোড়া গোল করে বাংলাদেশ শিবিরে আবারো উৎসবের আমেজ তৈরী করেন। ম্যাচের শেষভাগে জ্বলে ওঠেন বদলি ফরোয়ার্ড বায়েজিত বোস্তামি। ৯০তম মিনিটে তার দূরপাল্লার শট প্রতিপক্ষের জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ৪–০। যোগ করা সময়ে আরেকটি শক্তিশালী শটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন তিনি। এ গোলের অ্যাসিস্ট দেন অধিনায়ক ফয়সাল।
 
গোলদাতা:
 
ইকরামুল, মানিক, নাজমুল হুদা ফয়সাল, বায়েজিত বোস্তামি (২)
 
এই জয়ের মাধ্যমে বাছাইপর্বে নিজেদের গ্রুপে শক্ত অবস্থান আরও পোক্ত করলো বাংলাদেশ। টুর্নামেন্টে এবার সেমিফাইনালের স্বপ্ন আরও বাস্তবসম্মত হয়ে উঠছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর