বিপিএল আর সময়সূচি পরিবর্তন যেন সমার্থক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূর্বঘোষিত সময়ে টুর্নামেন্ট শুরু হয়নি—এমন নজিরই বেশি। এবারের আসরেও সেই পুরোনো ছবি—শুরুর দিন-তারিখ থেকে শুরু করে দল-ফ্র্যাঞ্চাইজি নির্বাচন, একাধিক পর্যায়ে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে।
প্রাথমিকভাবে ঘোষিত ফ্র্যাঞ্চাইজি তালিকাও শেষ পর্যন্ত টিকে থাকেনি। নতুন আলোচনার পর চূড়ান্ত হলো বিপিএলের ছয় দল, যেখানে প্রথমবারের মতো বিভাগীয় শহরের বাইরে নোয়াখালী জায়গা করে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে।
নোয়াখালী থেকে বিপিএলে অভিষেক ঘটছে নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন ফ্র্যাঞ্চাইজির। নতুন এই দলের মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস।
অন্য পাঁচ দলের মালিকানা অপরিবর্তিত
আগের মতোই বাকি দলগুলোর মালিকানা একই থাকছে—
ঢাকা ক্যাপিটালস – চ্যাম্পিয়ন স্পোর্টস
চট্টগ্রাম রয়েলস – ট্রায়েঙ্গেল সার্ভিস
রাজশাহী ওয়ারিয়র্স – নাবিল গ্রুপ
রংপুর রাইডার্স – টগি স্পোর্টস
সিলেট টাইটান্স – ক্রিকেট উইথ সামি
এবারের দলভিত্তিক পরিবর্তনে সবচেয়ে বড় সংযোজনই নোয়াখালী, যা প্রথমবারের মতো বিপিএলের যাত্রায় নাম লেখালো। বিপিএলের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা চলমান থাকলেও, দল-ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হওয়ায় পরবর্তী পরিকল্পনা চূড়ান্ত করার প্রক্রিয়া এখন দ্রুত এগোচ্ছে।
এসআর
মন্তব্য করুন: