গুয়াহাটি টেস্টে দারুণভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের খেলা শেষে টেম্বা বাভুমার দল ৩১৪ রানের লিড নিয়ে ম্যাচে দৃঢ়ভাবে এগিয়ে আছে। দ্বিতীয় ইনিংসে এখনো ১০ উইকেট হাতে থাকায় প্রোটিয়ারা চতুর্থ দিনের খেলার দিকটিও নিজেদের পক্ষেই রাখতে চায়।
এ অবস্থায় চতুর্থ ইনিংসে ভারতের সামনে অপেক্ষা করছে বিশাল রানের পাহাড়। রিশাভ পান্তদের ব্যর্থতা হলে ঘরের মাঠে বড় ধরনের লজ্জায় পড়তে পারে ভারত। বিপরীতে, জয় পেলে ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকা।
তৃতীয়বার হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত। ভারতীয় দল এর আগে ঘরের মাঠে মাত্র দু’বার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের মুখে পড়েছে।
১৯৯৯-২০০০ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ,
গত বছর নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ।
উল্লেখ্য, নিউজিল্যান্ড সিরিজেও ভারতীয় দলের কোচ ছিলেন গৌতম গম্ভীর। চলতি সিরিজেও তার অধীনেই খেলছে ভারত। ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট হারায় সিরিজে আগেই ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। গুয়াহাটিতেও ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি দক্ষিণ আফ্রিকার হাতে।
ইতিহাস লেখার সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে: গুয়াহাটিতে ভারত হারলে ঘরের মাঠে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবে ভারতীয় দল। পাশাপাশি, বিশ্বের প্রথম দল হিসেবে ভারতের মাটিতে দুইবার ভারতকে হোয়াইটওয়াশ করার অনন্য রেকর্ড গড়বে দক্ষিণ আফ্রিকা।
এতে শুধু ভারতীয় দলের নয়, বিপাকে পড়বেন কোচ গৌতম গম্ভীরও—কারণ তার দায়িত্বকালেই ঘরের মাঠে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে ভারতকে।
এসআর
মন্তব্য করুন: