জমজমাট ও উত্তেজনাপূর্ণ ফাইনালে ভারত চাইনিজ তাইপেকে হারিয়ে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বিশ্বকাপ সফল আয়োজনের মাধ্যমে শেষ হওয়ায় নারী কাবাডির ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে এই আসর।
ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন দলের তারকা খেলোয়াড় সাঞ্জু দেবী, যিনি শুধু দলকে চ্যাম্পিয়ন করাননি, হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে দামী খেলোয়াড় (MVP)।
বাংলাদেশও খালি হাতে টুর্নামেন্ট শেষ করেনি। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ব্রোঞ্জ জিতে দেশের কাবাডি সমর্থকদের আনন্দ দিয়েছে লাল–সবুজ জার্সিধারীরা। আরও বড় সুখবর—বাংলাদেশের স্মৃতি আক্তার জিতেছেন টুর্নামেন্টের সেরা ডিফেন্ডারের পুরস্কার, যা পুরো আসরে দেশের কৃতিত্বকে আরও উজ্জ্বল করেছে।
ব্যক্তিগত পুরস্কার : টুর্নামেন্টের সমাপনীতে মোট তিনটি ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়—
সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড় (MVP): সাঞ্জু দেবী (ভারত)
সেরা ডিফেন্ডার: স্মৃতি আক্তার (বাংলাদেশ)
সেরা রেইডার: মিন লিন (চাইনিজ তাইপে)
সমাপনী অনুষ্ঠান : সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. মাহবুব-উল-আলম। তিনি চ্যাম্পিয়ন ভারতের হাতে ট্রফি তুলে দেন।
এ ছাড়া বিজয়ীদের পদক পরিয়ে দেন—
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি আব্বাস আভারসেজি, প্রো কাবাডির লিগ কমিশনার অনুপম গোস্বামী, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের পরিচালক তেজস্বী সিং গেলত।
ঢাকায় কাবাডি বিশ্বকাপের সফল আয়োজনকে এশিয়ান ও আন্তর্জাতিক কাবাডি কর্মকর্তারা প্রশংসা করেছেন। আয়োজক বাংলাদেশের সংগঠন, দর্শক উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে তারা অত্যন্ত সন্তোষজনক বলে উল্লেখ করেন।
এসআর
মন্তব্য করুন: