[email protected] শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই

গোলের ঝড় তুলল বাংলাদেশ, ব্রুনাই অসহায়, ৮-০ গোলের বিশাল জয়

এম. এ. রনী

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ২:৩৪ পিএম

এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত ফুটবল প্রদর্শন করে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল। চীনের ইয়োংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ–এ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে লাল–সবুজের কিশোররা তুলে নিয়েছে দাপুটে জয়।

অফিসিয়াল ম্যাচ রিপোর্ট অনুযায়ী, প্রথমার্ধে ৪ গোল এবং দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল—মোট ৮ গোলের বড় ব্যবধানে প্রতিপক্ষকে রীতিমতো অসহায় করে তোলে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ঝড়ো আক্রমণ। ১২ মিনিটে ওপুর দ্রুতগতির ফিনিশিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ২৩ মিনিটে রিফাতের দক্ষতার প্রদর্শনী, ৩৬ মিনিটে ফয়সালের গোল এবং মাত্র এক মিনিট পর মানিকের দুর্দান্ত শট—প্রথমার্ধেই ৪-০ ব্যবধান। বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বাংলাদেশ।

৫০’ মিনিটে ওপুর দ্বিতীয় গোল, এরপর ৭৪’ রিফাত, ৭৬’ আরিফ ও ৭৯’ মিনিটে বায়জিত গোল করে ৮-০ তে রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন।

ম্যাচজুড়েই দখল ছিল বাংলাদেশের। একের পর এক সুযোগ তৈরি করেছে দল, কয়েকটি শট পোস্টে লেগে ফেরত এসেছে। শেষে তবে দারুণভাবে বড় জয় তুলে নেয় বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। পুরো ম্যাচে বাংলাদেশ কমপক্ষে আরও তিনটি গোলের সুযোগ নষ্ট করেছে, দুটি শট লাগে পোস্টে।

দলের পারফরম্যান্স দেখে কোচিং স্টাফ থেকে শুরু করে সমর্থক—সবার প্রত্যাশা, এই দল সামনের ম্যাচগুলোতেও একই ধারাবাহিকতা ধরে রাখবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর