[email protected] সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৯:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান।

টস জিতে ফিল্ডিং নেওয়া আকবর আলীর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ইনিংসের প্রথম বলেই ওপেনার ইয়াসির খানকে ফিরিয়ে দেন রিপন মণ্ডল।

দলীয় স্কোর ২ রানে থামেন এক নম্বর ডাউনে নামা মোহাম্মদ ফাইক। এরপর ৪.১ ওভারে স্কোরবোর্ডে ২৫ রান জমা হতেই ফেরেন গাজী ঘোরি। শুরুতেই তিন উইকেট হারিয়ে বড় চাপে পড়ে পাকিস্তান।

ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কাতারের দোহায়।

এর আগে নাটকীয় সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে সমান ১৯৪ রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে; সেখানে অসাধারণ নৈপুণ্যে জয় নিয়ে ফাইনালে আসে আকবর আলীর দল।

অন্যদিকে পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকাকে ৫ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

দুই দলের একাদশ

বাংলাদেশ:
জিশান আলম, হাবিবুর রহমান, ইয়াসির আলী, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেরব হোসেন, মাহফুজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, আব্দুল গাফফার।

পাকিস্তান:
মায সাদাকাত, ইয়াসির খান, মোহাম্মদ ফাইক, ইরফান খান (অধিনায়ক), গাজী ঘোরি, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, শহীদ আজিজ, আহমেদ দানিয়াল, উবায়েদ শাহ, সুফিয়ান মুকিম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর