[email protected] সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

ফাইনালে টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

ছয় বছর আগের সেই হতাশা এখনও তরুণ ক্রিকেটপ্রেমীদের মনে তাজা।

২০১৯ সালের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের। ২০২৫ সালে এসে আবারও দুই দল মুখোমুখি—এবার রাইজিং স্টারস এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে। মঞ্চ কাতারের দোহা, আর সামনে ইতিহাস নতুন করে লেখার সুযোগ।

রোববার ফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আকবর আলী। ফলে আগে ব্যাট করতে নেমেছে পাকিস্তান শাহিনস।

পাকিস্তানের শক্তির মূল ব্যাটসম্যান অধিনায়ক মাজ সাদাকাত, টুর্নামেন্টজুড়ে অসাধারণ ধারাবাহিক। চার ম্যাচে ২৩৫ রান—গড় ২৩৫। ভারতের বিপক্ষে তার ৭৯ রানের ইনিংস ছিল নজরকাড়া। আজ সর্বোচ্চ রান সংগ্রাহকের আসন নিশ্চিত করতে তার প্রয়োজন মাত্র ৫ রান।

অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে ভরসার নাম রিপন মণ্ডল। ভারতের বিপক্ষে সেমিফাইনালে সুপার ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে এনে তিনি বড় ম্যাচের নায়ক হিসেবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৮ উইকেট নিয়ে তিনি শীর্ষে আছেন লিডিং উইকেটশিকারির তালিকায়।

ব্যাটিংয়ে এ পর্যন্ত সেরা পারফরমার হাবিবুর রহমান সোহান। হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি এবং ভারতের বিপক্ষে ৬৫ রানের ইনিংস মিলিয়ে টুর্নামেন্টে তার রান ২০২—যা তাকে রানের তালিকায় তৃতীয় স্থানে রেখেছে। ফাইনালে বাংলাদেশের ঝড় তুলতে তার ব্যাট বড় ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের সামনে আজ শুধু একটি ফাইনাল নয়—২০১৯ সালের অপূর্ণতার প্রতিশোধ নেওয়ার সুযোগ। দোহার মাঠে শুরু হয়েছে নতুন লড়াই; অতীতের ক্ষত মুছে ভবিষ্যতের স্বপ্ন লেখার লড়াই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর