অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্ট যেন আবারও তাদের সোনালি স্মৃতি
ফিরিয়ে আনল। গত বছরের সেপ্টেম্বরেই এই মাঠে ১৯৬৯ সালের পর প্রথমবার জয়ের স্বাদ পেয়েছিল দলটি। এক বছর দু’মাস পর একই দৃশ্য—ঘরের মাঠে লিভারপুলকে আবারও হারালো নটিংহ্যাম।
আন্তর্জাতিক ব্রেকের আগে ম্যানচেস্টার সিটির কাছে হার নিয়ে বিরতিতে গিয়েছিল লিভারপুল। বিরতি শেষে শনিবার মাঠে নেমেই আরও এক ধাক্কা—নটিংহ্যামের কাছে ৩–০ গোলের লজ্জাজনক হার। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১২ ম্যাচে লিভারপুলের ষষ্ঠ পরাজয়, পয়েন্ট ১৮। টেবিলে ৮ নম্বর থেকে নেমে এখন ১১তম স্থানে।
অন্যদিকে তৃতীয় জয়ে অবনমন-ঝুঁকির অঞ্চল থেকে উঠে এসেছে নটিংহ্যাম ফরেস্ট। ১২ পয়েন্ট নিয়ে তারা এখন ১৬তম স্থানে।
শুরুর বাঁশি বাজতেই নটিংহ্যাম মূলত রক্ষণ সামলে পাল্টা আক্রমণের পরিকল্পনা নিয়ে খেলছিল—এবং সেই কৌশলই এনে দিল প্রত্যাশিত ফল।
৩৩ মিনিটে মুরিলোর গোলে এগিয়ে যায় নটিংহ্যাম। বিরতির পর ফের আঘাত—৪৬ মিনিটে নিকোলো সাভোনার শটে ব্যবধান বৃদ্ধি পায়।
দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা করে লিভারপুল। কিন্তু ৭৮ মিনিটে মর্গান গিবস-হোয়াইট দুর্দান্ত বাম-ফুটের শটে ম্যাচের শেষ শব্দটাই লিখে দেন। ৩–০—অতিথি দল উদযাপনে, অ্যানফিল্ড নির্বাক।
বল দখলে অবশ্য লিভারপুল ছিল সম্পূর্ণ আধিপত্যশীল—৭৪ শতাংশের বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তারা। তবে গোলমুখে কার্যকর শট ছিল মাত্র চারটি। বিপরীতে নটিংহ্যাম সাতটি অন-টার্গেট শটের মধ্যে তিনটিকেই কাজে লাগিয়েছে।
এই নিয়ে লিভারপুলের বিপক্ষে টানা তিন ম্যাচে হারেনি নটিংহ্যাম ফরেস্ট। আগের মুখোমুখিতে তাদের মাঠে ১–১ ড্র করেছিল দলটি।
এসআর
মন্তব্য করুন: