বাংলাদেশ টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
মাত্র এক উইকেট দূরে থাকা রেকর্ডটি পেতে তার অপেক্ষা ছিল সামান্য সময়ের—মোটে ৩ ওভার।
অবশেষে সেই কাঙ্ক্ষিত উইকেটটি তুলে নিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে সর্বাধিক টেস্ট উইকেটের মালিক এখন তাইজুলই।
ইনিংসের শুরুটা থেকেই আক্রমণাত্মক ছিলেন এই বোলার।
ষষ্ঠ ওভারেই পেলেন সাফল্য। গতি ও লাইন পরিবর্তনে বিভ্রান্ত করে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে। রিভিউ নিলেও ব্যর্থ হন তিনি—সবকিছুই দেখা যায় ‘লাল’ সিগনালে।
এরপর নিজের পরের ওভারেও সফলতা পান তাইজুল। পল স্টার্লিং সামনের দিকে ঝুঁকে রক্ষণাত্মক খেলার চেষ্টা করলেও ব্যাটে লেগে বল চলে যায় ফরোয়ার্ড শর্ট লেগে।
সেখানে সহজ ক্যাচটি নিশ্চিত করেন মাহমুদুল হাসান জয়। এটি ছিল তাইজুলের ক্যারিয়ারের ২৪৮তম উইকেট।
অর্থাৎ, দেশের প্রথম বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন মাত্র ২ উইকেট।
সিরিজের শুরুতে তাইজুলের উইকেট সংখ্যা ছিল ২৩৭। প্রথম টেস্টে ৫ ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে তিনি পৌঁছে যান ২৪৬-এ - সেখানে সাকিবকে ছুঁয়ে ফেলেন।
আর আজকের দুটি গুরুত্বপূর্ণ উইকেটে তাকে ছাড়িয়ে এককভাবে উঠে আসেন শীর্ষস্থানে।
বর্তমানে বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান, আর তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ (৫৪ টেস্টে ২০৫ উইকেট)। এরপর আছেন মোহাম্মদ রফিক (১০০) ও মাশরাফি বিন মর্তুজা (৭৮ উইকেট)।
তাইজুলের এ অর্জন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসের বার্তা দিচ্ছে—অভিজ্ঞতা, ধারাবাহিকতা ও শ্রমসাধনার অনন্য ফল এই রেকর্ড।
এসআর
মন্তব্য করুন: