চীন সফরে যাওয়ার আগে কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আত্মবিশ্বাস ঝরিয়েই বলেছিলেন—দীর্ঘদিনের ক্যাম্পিংয়ে দলের ভেতর তৈরি হয়েছে চমৎকার বোঝাপড়া, পারস্পরিক বন্ডিং এবং দৃঢ় একতা। যে সমন্বয় গড়ে উঠেছে, তা মাঠে ইতিবাচক ফল আনবেই। তাদের লক্ষ্যও ছিল পরিষ্কার—এবারের এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই থেকে জায়গা করে নেওয়া মূল পর্বে। গোলস্কোরারের ঘাটতি নেই—এ কথার প্রমাণ প্রথম ম্যাচেই দিয়ে দিল বাংলাদেশের তর
প্রথমার্ধেই তিন গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই পাকা করে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দল। তিমুর লেস্তের রক্ষণভাগে ভাঙন ধরাতে বেশি সময় লাগেনি লাল-সবুজ যুবাদের। একাদশ মিনিটেই রিফাত কাজীর দুর্দান্ত হেডে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির আগে আরও দুই গোল যোগ করে ব্যবধান বাড়ানো হয়। দ্বিতীয়ার্ধেও একই আধিপত্য ধরে রেখে আরও দুই গোল করে বড় জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শুভসূচনা করে গোলাম রব্বানী ছোটনের দল।
শনিবার চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে (Tongliang Long Stadium) তিমুর লেস্তেকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ মানিক। বাকী তিন গোলের শিকারি রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি ও আকাশ আহম্মেদ।
‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনেই। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একাদশ মিনিটে মোহাম্মদ মানিকের ক্রস খুঁজে পায় বাঁ দিকে থাকা রিফাত কাজীকে। নিখুঁত হেডে দলকে এগিয়ে নেন তিনি।

২৮তম মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নেওয়া ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগে মানিকের শটে ব্যবধান হয় দ্বিগুণ। বিরতির ঠিক আগে জটলা থেকে পাওয়া বলটি আবারও পাঠান জালে মানিক—ব্যবধান তখন ৩-০।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আজাদের পাস ধরে বায়েজিদ বোস্তামি স্কোরলাইন করেন ৪-০। ৮৮তম মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে আকাশ আহম্মেদ নিশ্চিত করেন বাংলাদেশের বড় ব্যবধানে ৫-০ গোলের জয়।
আগামী সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:০০ মিনিটে ব্রুনাইয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল।
এসআর
মন্তব্য করুন: