ঢাকা টেস্টে দারুণ অবস্থানে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রান তোলে টাইগাররা।
জবাবে তাইজুল ইসলাম ও হাসান মুরাদের ঘূর্ণিবলে ২৬৫ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। ফলে প্রথম ইনিংসে ২১১ রানের লিড নিয়ে চালকের আসনে নাজমুল হোসেন শান্তর দল। ফলো-অনে পাঠানোর সুযোগ থাকলেও ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক।
শুক্রবার (২১ নভেম্বর) তৃতীয় দিনের খেলা শুরু হয় লোরকান টাকার (১১) ও স্টিফেন ডোহানি (২)কে নিয়ে। প্রথম সেশনটায় বেশ দৃঢ়ভাবেই খেলেন দুজন। তারা মিলে গড়েন ৮১ রানের জুটি।
দলীয় ১৭৫ রানে ভাঙে জুটি। ৭৭ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন ডোহানি। তারপরই রানের খাতা খোলার আগেই আউট হন অ্যান্ডি বালবির্নি।
উইকেট পতনের চাপ সামলে টাকারকে সঙ্গে নিয়ে লড়াই চালান জর্ডান নেইল। এই জুটিতে আসে ৭৪ রান। তবে ব্যক্তিগত ৪৯ রানে থামেন নেইল।
একপ্রান্ত আগলে রেখে টাকার লড়াই চালালেও অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশরা। শেষ পর্যন্ত ৮৮.৩ ওভারে ২৬৫ রানে থামে তাদের ইনিংস। টাকার খেলেন অসাধারণ ১৭১ বলে অপরাজিত ৭৫ রান।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট, হাসান মুরাদ ও খালেদ আহমেদ পেয়েছেন ২টি করে উইকেট।
ব্যাট হাতে বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আরও এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
এসআর
মন্তব্য করুন: