নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র ও ভারতের বিপক্ষে দারুণ জয়ের মিশ্র ফলে ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে হাভিয়ের কাবরেরার দল উঠে এসেছে ১৮০তম স্থানে। অন্যদিকে বাংলাদেশে হেরে ছয় ধাপ পিছিয়ে ১৪২তম স্থানে নেমে গেছে ভারত।
পুরুষ ফুটবলের আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফিফা প্রকাশ করেছে বছরের শেষ র্যাঙ্কিং। এই উইন্ডোয় দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করার পর মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতকে ১-০ গোলে হারায় লাল-সবুজরা।
শীর্ষস্থানে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। কিছুটা পয়েন্ট হারালেও আগের মতোই এক নম্বরে আছে স্পেন, যারা এই উইন্ডোয় একটি জয় ও একটি ড্র নিয়ে নিশ্চিত করেছে আগামী বছরের বিশ্বকাপের টিকিট।
দ্বিতীয় স্থানে অপরিবর্তিত রয়েছে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে নিজেদের অবস্থান বজায় রেখেছে দলটি। পরের দুটি স্থানেও কোনো পরিবর্তন নেই—ফ্রান্স তৃতীয় ও ইংল্যান্ড চতুর্থ। উভয় দলই বিশ্বকাপ বাছাইয়ে দুটি করে ম্যাচ জিতে শতভাগ সাফল্য ধরে রেখেছে।
ব্রাজিল এই সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। সেনেগালকে ২-০ গোলে হারানোর পর তিউনিসিয়ার সঙ্গে ১-১ ড্র করে। এর ফলেই দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এক ধাপ করে নেমে ষষ্ঠ স্থানে গেছে পর্তুগাল, আর সপ্তম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। অষ্টম স্থানে আছে বেলজিয়াম। এক ধাপ করে উঠে নবম ও দশম স্থানে এসেছে যথাক্রমে জার্মানি ও ক্রোয়েশিয়া।
অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে ইতালি। তিন ধাপ পিছিয়ে নেমে গেছে ১২ নম্বরে। আগের দুটি বিশ্বকাপে খেলতে না পারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি এবারও সেই একই শঙ্কায় রয়েছে—প্লে-অফ খেলতে হবে তাদের।
এসআর
মন্তব্য করুন: