[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

মিরপুর টেস্ট

বাংলাদেশের দাপট—ফলোঅন এড়াতে আরও ১৭৮ রান চাই আইরিশদের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৫:০২ পিএম

দিনের শেষ সেশনে দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে ফলোঅনের শঙ্কায় পড়েছে সফরকারীরা। মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৯৮ রান করে দিন শেষ করেছে আইরিশরা।

বাংলাদেশের প্রথম ইনিংসের ৪৭৬ রানের জবাবে তারা এখনো পিছিয়ে আছে ৩৭৮ রানে। ফলোঅন এড়াতে হলে প্রয়োজন আরও ১৭৮ রান—অর্থাৎ প্রথম ইনিংসে কমপক্ষে ২৭৬ রান করতে হবে বালবির্নির দলকে।

রানপাহাড়ের জবাব দিতে নেমে ভালোই শুরু করেছিল আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নির উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। তবে স্টার্লিংকে (২৭) এলবিডব্লিউ করে জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ।

এরপর আরেক ওপেনার বালবির্নি (২১) হাসান মুরাদের ঘূর্ণির শিকার হন। ডিফেন্সে যেতে গিয়ে বল ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে। চাদে কারমাইকেলকে (১৭) এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ।

চোখ ধাঁধানো এক ডেলিভারিতে কুর্তিস ক্যাম্ফারকে (০) বোল্ড করেন হাসান মুরাদ। তারপর উইকেট উৎসবে যোগ দেন তাইজুল ইসলাম, যিনি লেগ বিফোরে ফেরান হ্যারি টেক্টরকে (১৪)। একশ রানের আগেই ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে আইরিশরা।

এদিন এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া সেঞ্চুরি ও লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম শতকে ভর করে দল মোট সংগ্রহ দাঁড় করায় ৪৭৬ রানে। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার।

দ্বিতীয় দিনে শততম টেস্টে সেঞ্চুরি করে ১০৬ রানে আউট হন মুশফিক। লিটনের সঙ্গে তার গড়া ১০৮ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙে তখন। বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১০/৫।

লিটন এরপর নিজের সেঞ্চুরি পূর্ণ করে খেলেন ১২৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস। মিরাজের সঙ্গে ১৩৩ রানের আরও একটি জুটি গড়ে ইনিংস বড় করেন তিনি। মিরাজ আউট হন ৪৭ রানে, গ্যাভিন হোয়ের বলে। এরপর মাত্র ৪ বলের ব্যবধানে লিটনও সাজঘরে ফেরত যান—হোয়েকে সুইপ করতে গিয়ে টপ-এজে পল স্টার্লিংকে ক্যাচ দেন। তার ১২৮ রানের ইনিংসে ছিল ৮ চার ও ২ ছক্কা। ৪৩৩ রানে পড়ে স্বাগতিকদের সপ্তম উইকেট।

শেষদিকে হাসান মুরাদের ১১ ও এবাদত হোসেনের অপরাজিত ১৮ রানে প্রথম ইনিংস ৪৭৬ রানে থামে বাংলাদেশ। প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। মুশফিক ছিলেন ৯৯ রানে এবং লিটন ৪৭ রানে অপরাজিত।

টসে জিতে ব্যাটিং নেওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তের সিদ্ধান্ত সফল হয়। সাদমান ও মাহমুদুলের ৫২ রানের উদ্বোধনী জুটিতে আসে ভালো শুরু। তবে ম্যাকব্রাইন এই জুটি ভেঙে ব্যক্তিগত ৩৫ রানে সাদমানকে ফেরান এবং ম্যাচে তার পরের শিকার হন মাহমুদুল (৩৪)। শান্তও ম্যাকব্রাইনের বলে মাত্র ৮ রানে আউট হন। ৯৫ রানে তিন উইকেট পড়ার পর মুশফিক–মুমিনুল গড়েন ১০৭ রানের জুটি। মুমিনুল ৬৩ রানে আউট হলে আবারও আঘাত হানেন ম্যাকব্রাইন।

২০২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ এরপর দিনশেষে আর উইকেট হারায়নি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর