চতুর্থ ম্যাচে এসে ইরানের প্রথম হার, টানা তৃতীয় জয়ে দুর্দান্ত চাইনিজ তাইপে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত নারী কাবাডি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে চাইনিজ তাইপে ৩১-২১ পয়েন্টে পরাজিত করেছে ইরানকে। এতে করে টানা তিন ম্যাচ জিতে দুর্দান্ত ফর্ম ধরে রাখল চাইনিজ তাইপে, আর টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে এসে প্রথম হার দেখল ২০১২ বিশ্বকাপের রানার্সআপ ইরান।
ম্যাচের শুরুটা ছিল ইরানের। দুবার এগিয়ে গিয়ে তারা চাপ সৃষ্টি করলেও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ পয়েন্টে ম্যাচে সমতা ফেরায় চাইনিজ তাইপে। এরপর দ্রুতগতির আক্রমণ ও শক্তিশালী রক্ষণভাগের ওপর ভর করে ইরানকে এক দফা ‘অল আউট’ করে ১০-৫ পয়েন্টে এগিয়ে যায় তারা।
প্রথমার্ধের শেষদিকে ইরান টানা ৪ পয়েন্ট তুলতে সক্ষম হলেও চাইনিজ তাইপের ছন্দ ভাঙতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় চাইনিজ তাইপের ১৭-১১ পয়েন্টে লিড নিয়ে।
দ্বিতীয়ার্ধে ইরান সর্বোচ্চ চেষ্টা করলেও টেকনিক ও গতি—দুই ক্ষেত্রেই চাইনিজ তাইপের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয় তারা। কাবাডি বিশ্বকাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া চাইনিজ তাইপে এবার পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে একের পর এক পয়েন্ট সংগ্রহ করে জয় নিশ্চিত করে ৩১-২১ ব্যবধানে।

আগের দুই ম্যাচে জাঞ্জিবার ও কেনিয়াকে হারিয়ে আসা চাইনিজ তাইপে এখন এবারের আসরের পদকের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
ইরানকে হারানোর পর চাইনিজ তাইপের খেলোয়াড় ইয়াং চিয়াও ক্যাং (yung chiao Kang ) বলেছেন, ‘ইরান সম্পর্কে আমরা জানতাম। আগেও দুবার তাদের মুখোমুখি হয়েছি আমরা। ফলে তাদের কৌশল সম্পর্কে আগে থেকেই জানতাম। তারা আজ কোন কৌশলে খেলবে, সেই প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিলাম। ইরান তাদের আগের কৌশলেই খেলেছে। শুরু থেকে আমরা বলে আসছি, আমরা ফাইনাল খেলব। আমরা সেই পথেই আছি।’
এসআর
মন্তব্য করুন: