মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
মধ্য-ক্রমের দৃঢ়তায় এক পর্যায়ে পাঁচশ রানের সম্ভাবনা জাগলেও শেষদিকে ব্যাটারদের ব্যর্থতায় সেই লক্ষ্য স্পর্শ করতে পারেনি স্বাগতিকরা।
এ ইনিংসে প্রথমবারের মতো চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়েছে বাংলাদেশ— যা টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো ঘটল। চতুর্থ উইকেটে মুশফিক–মুমিনুল, পঞ্চম উইকেটে মুশফিক–লিটন এবং ষষ্ঠ উইকেটে লিটন–মিরাজ গড়ে তোলেন তিনটি সেঞ্চুরি জুটি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২৮ রান এসেছে লিটন দাসের ব্যাট থেকে। দুর্দান্ত ফর্মে থাকা লিটন ৮ চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন।
নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিমও। মাত্র ১ রান দূরে নিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ২১৪ বলে ১০৬ রানে আউট হয়ে শেষ হয় তার ইনিংস। লিটনের সঙ্গে তার ১০৮ রানের জুটি ভাঙে দলের ৩১০ রানে।
লিটন এরপর মিরাজকে সঙ্গী করে ১৩৩ রানের জুটি গড়েন। মিরাজের অবদান ছিল ৪৭ রান। তবে গ্যাভিনের বলে মিরাজ আউট হওয়ার পরই শুরু হয় ধস। চার বলের ব্যবধানে লিটনও সুইপ করতে গিয়ে টপ এজে স্লিপে ক্যাচ দেন স্টার্লিংয়ের হাতে। ১২৮ রানের ইনিংসটি খেলেন ৮ চার ও ২ ছক্কায়।
লিটন ও মিরাজ ফেরার পর আর বড় জুটি গড়তে পারেননি বাকি ব্যাটাররা। তাইজুল ৪ রান করে বোল্ড হন, এবাদত যোগ করেন ১৮, আর নবাগত হাসান মুরাদ করেন ১১ রান।
এর আগে প্রথম দিন বাংলাদেশ ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করেছিল, যেখানে মুশফিক ৯৯* এবং লিটন ছিলেন ৪৭*।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন ম্যাকব্রাইন।
এসআর
মন্তব্য করুন: