[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ১১:৪৮ এএম

শততম টেস্টে সেঞ্চুরির দিয়ে দিনের সূচনা করেছিলেন মুশফিকুর

রহিম। কিছুক্ষণ পর তার পথ অনুসরণ করলেন লিটন দাসও। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে শতকের দেখা পেলেন এই ডানহাতি ব্যাটার। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে ভর করে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ ৫ উইকেটে পৌঁছে গেছে ৩৮৭ রানে।

ম্যাচের প্রথম দিন থেকেই আলোচিত ছিলেন মুশফিক। তবে দ্বিতীয় দিনের শুরুতেই আলো ছড়িয়ে নিজেদের শততম প্রথম শ্রেণির ম্যাচে লিটনও জমকালো ইনিংস খেললেন। টেস্ট ফরম্যাটে তিনি বরাবরই স্থির ও ধারাবাহিক; আজ তার আরও একটি প্রমাণ রাখলেন তিন অঙ্ক ছুঁয়ে।

এর আগে লিটন শেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে, যেখানে করেছিলেন ১৩৮ রান। প্রায় ১৪ মাস পর আবারও তিন অঙ্কে ফিরলেন তিনি। ১৬০ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল সাতটি চারে ও দুইটি ছক্কা। এটি টেস্টে তার পঞ্চম সেঞ্চুরি।

মধ্যাহ্ন বিরতির সময় উইকেটে লিটন অপরাজিত ছিলেন ১০৩ রানে, আর তার সঙ্গে ৩০ রানে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এই জুটিতে এখন পর্যন্ত এসেছে ৭৭ রান। এর আগে মুশফিকের সঙ্গে লিটনের ১০৮ রানের পার্টনারশিপ গড়ার পর মুশফিক ১০৬ রানে ম্যাথু হাম্প্রিসের বলে আউট হন—যা বাংলাদেশের হয়ে তার ১৩তম টেস্ট শতক।

জোড়া সেঞ্চুরির দিন শেষে স্পষ্টভাবেই ৪০০ রানের বড় সংগ্রহের দিকে এগোচ্ছে টাইগাররা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর