[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৯:১৩ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আগামীকাল মাঠে

নামছে বাংলাদেশ। আর এই ম্যাচটিই হয়ে থাকছে মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের ১০০তম ম্যাচ। মাইলফলকের এই বিশেষ উপলক্ষ্যে নানা ধরনের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মুশফিকের শততম টেস্টকে ঘিরে দিনের শুরুতে থাকছে কিছু নির্ধারিত অনুষ্ঠান। সময়সূচিটি হবে এমন—

মুশফিকের শততম টেস্টকে ঘিরে বিসিবির বিশেষ আয়োজনে সময়সূচি

৯:১৬ মিনিট — বাংলাদেশ দল মাঠে প্রবেশ করবে।

৯:১৭ মিনিট — হাবিবুল বাশার সুমন মুশফিককে বিশেষ টুপি তুলে দেবেন।

৯:১৯ মিনিট — আকরাম খান তৈরি করানো আরেকটি বিশেষ নকশার টুপি দেওয়া হবে মুশফিককে।

৯:২০ মিনিট — বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুশফিকুর রহিমকে বিশেষ ক্রেস্ট উপহার দেবেন।

৯:২১ মিনিট — মুশফিক হাতে পাবেন দুটি অটোগ্রাফ-সংবলিত জার্সি— একটি তাঁর প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশারের কাছ থেকে, আর অন্যটি বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেবেন।

৯:২২ মিনিট — বক্তব্য দেবেন নাজমুল হোসেন শান্ত।

৯:২৩ মিনিট — বক্তব্য রাখবেন মুশফিকুর রহিম।

৯:২৪ মিনিট — অনুষ্ঠিত হবে গ্রুপ ফটোসেশন।

৯:২৫ মিনিট — দল ম্যাচ শুরুর জন্য মাঠে নামবে।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর