[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

কাবাডি বিশ্বকাপ

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দাপুটে জয়, ৬৫-২০ ব্যবধানে বিধ্বস্ত থাইল্যান্ড

এম. এ. রনী

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৬:৩৪ পিএম

সোনালি বিষ্ণু সিঙ্গাতে ও সাঞ্জু দেবির রেইড নৈপুণ্য, সঙ্গে ঋতু নেগির ধারালো ট্যাকল—সব মিলিয়ে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের প্রথম ম্যাচেই আগের চ্যাম্পিয়ন ভারত দেখাল একচ্ছত্র আধিপত্য। থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে বিধ্বস্ত করে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল দলটি।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচেই স্বরূপে ভারত। শুরু থেকেই রেইড ও ট্যাকলে আধিপত্য দেখিয়ে প্রথমার্ধেই ৪১-৬ পয়েন্টে বিশাল লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। আরামদায়ক ব্যবধান তৈরি হওয়ার পর দ্বিতীয়ার্ধে রিজার্ভ খেলোয়াড়দের খেলানোর সুযোগ নেন কোচরা।

থাইল্যান্ড বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়লেও ভারতের শক্তির কাছে তা পর্যাপ্ত হয়নি। দ্বিতীয়ার্ধে ভারত সংগ্রহ করে ২৪ পয়েন্ট, থাইল্যান্ড তুলতে পারে মাত্র ১৪।

টস জিতে রেইড নেওয়া থাইল্যান্ড ম্যাচের প্রথম রেইডেই ধাক্কা খায়। দিয়ানা দিশালার্ম মাত্র ৭ সেকেন্ডে ভারতীয় ডিফেন্সে ধরা পড়েন। ষষ্ঠ মিনিটে প্রথম অলআউটের মাধ্যমে ১৫-৩ ব্যবধানে এগিয়ে যায় ভারত। নবম মিনিটে দ্বিতীয়বার অলআউট করে ব্যবধান বাড়িয়ে নেয় ২৬-৩-এ। প্রথম ১৪ মিনিটে তৃতীয় অলআউট এনে কার্যত ম্যাচের দিক নির্ধারণ করে ফেলে ভারত।

বিরতির পরও সেই আধিপত্য অব্যাহত থাকে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই চতুর্থ অলআউট। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে পঞ্চম অলআউটের মাধ্যমে বড় ব্যবধান নিশ্চিত করে ভারত।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক ঋতু নেগি বলেন,“বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে খুব ভালো লাগছে। যারা এত সুন্দরভাবে এই বিশ্বকাপের আয়োজন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর