দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে দারুণ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ জাতির এই আসরের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছে লাল–সবুজের মেয়েরা। দুই লোনাসহ পুরো ম্যাচে আধিপত্য দেখালেও প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে মাত্র দুই পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরই কোর্টে নামে স্বাগতিকরা। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল দর্শকদের তুমুল উচ্ছ্বাস। “বাংলাদেশ বাংলাদেশ” স্লোগানে দোলায়িত পরিবেশে রুপালি, স্মৃতিদের দুর্দান্ত পারফরম্যান্স যেন আরও উজ্জীবিত করেছে সমর্থকদের।
প্রথমার্ধে উগান্ডা ভালোই প্রতিরোধ গড়ে। শারীরিক সক্ষমতা ও পাওয়ার প্লের দিক থেকে আফ্রিকান চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও অভিজ্ঞতা ও কৌশলে পিছিয়ে ছিল বাংলাদেশের কাছে। শুরুতে কিছুটা রক্ষণাত্মক হলেও ডিফেন্ডার হয়েও দুর্দান্ত রেইডে পয়েন্ট এনে দলকে বারবার উদ্ধার করেছেন স্মৃতি আক্তার।

বিরতির পরও ম্যাচ টানটান উত্তেজনায় গড়ায়। এক পর্যায়ে স্মৃতি ছাড়া বাংলাদেশের অর্ধে আর কেউ ছিলেন না; স্কোর ছিল সমতায়। পরে ডু-অর-ডাই রেইডে দুই প্রতিপক্ষকে আউট করে দলকে ফিরিয়ে আনেন স্মৃতি। সেই মুহূর্ত থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে দুইবার উগান্ডাকে অলআউট করে ব্যবধান বাড়িয়ে নেয় লাল–সবুজ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেখানে ২৮ পয়েন্ট তোলে, সেখানে উগান্ডা পায় মাত্র ১০ পয়েন্ট। ফলে ৪২-২২ ব্যবধানের একটি আরামদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৫টায় গ্রুপ–‘এ’র দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে উগান্ডা বুধবার খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।
ম্যাচসেরা: স্মৃতি আক্তার বলেন— “শুরুর দিকে আমরা একটু চাপ অনুভব করছিলাম। কারণ উগান্ডার সঙ্গে আগে কখনও খেলিনি। ওদের খেলা বুঝে নিতে সময় লেগেছে। পরে আমরা নিজেদের ছন্দে ফিরেছি। প্রথম ম্যাচ জিতেছি—অনেক ভালো লাগছে। সামনে আরও ভালো খেলার চেষ্টা থাকবে। এটা আমার প্রথম বিশ্বকাপ। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব অনুভব করছি।”
এসআর
মন্তব্য করুন: