[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

নারী কাবাডি বিশ্বকাপ

দাপুটে চাইনিজ তাইপে, উড়ন্ত নেপাল—সহজ জয়ে বিশ্বকাপ শুরু ইরানের

এম. এ. রনী

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১০:৫৯ পিএম

চাইনিজ তাইপের দাপট, নেপালের উড়ন্ত জয় ও ইরানের একতরফা আধিপত্য—তিন ম্যাচের রোমাঞ্চে জমকালো শুরু নারী কাবাডি বিশ্বকাপের

চাইনিজ তাইপের সামনে দাঁড়াতেই পারলো না কেনিয়া

দাপুটে পারফরম্যান্সে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের যাত্রা শুরু করেছে চাইনিজ তাইপে। সোমবার তারা ৩৮–১৬ পয়েন্টে অনায়াসে হারিয়েছে কেনিয়াকে। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখে ২০–৭ পয়েন্টে এগিয়ে প্রথমার্ধ শেষ করে এশিয়ান গেমসের রূপাজয়ী দলটি। এ অর্ধে কেনিয়াকে একবার অলআউটও করে তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও একই আধিপত্য বজায় রাখে চাইনিজ তাইপে। কেনিয়াকে আরও একবার অলআউট করে তারা দলীয় ব্যবধান বাড়িয়ে নেয়। পুরো ম্যাচে কোনো সময়ই ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি কেনিয়া। নিজেদের পরের ম্যাচে আগামীকাল ইরানের মুখোমুখি হবে কেনিয়া, আর চাইনিজ তাইপের ম্যাচ তার পরদিন।

সাই ওয়েই ইয়াং, কোচ, চাইনিজ তাইপে বলেন: “আমরা এসেছি ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে। শিরোপা জিততে পারলে সেটাই হবে আমাদের বড় সাফল্য। জয় দিয়ে শুরু করেছি ঠিকই, তবে দলের পারফরম্যান্সে পুরোপুরি খুশি নই। আরও বড় ব্যবধানে জেতা সম্ভব ছিল। বাংলাদেশের দলটিও শক্তিশালী—তাদের ভালো সম্ভাবনা আছে।”

জাঞ্জিবারকে উড়িয়ে নারী বিশ্বকাপে উড়ন্ত শুরু নেপালের

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে নেপাল। জাঞ্জিবারকে ৫৮–১৬ পয়েন্টে বড় ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে নেপাল প্রথমার্ধে ৩০–৭ পয়েন্টে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে তারা—এই অর্ধে নেপাল সংগ্রহ করে ২৮ পয়েন্ট, জাঞ্জিবার নিতে পারে মাত্র ৯।

নেপালের কোচ বিষ্ণু দত্ত ভাট বলেন: “এ নিয়ে আমি পঞ্চমবার বাংলাদেশে এলাম—দুবার খেলোয়াড়, তিনবার কোচ হিসেবে। আজ সহজ জয় দিয়ে শুরু করতে পেরে আমরা সন্তুষ্ট। জাঞ্জিবার নতুন দল, তাই প্রতিরোধ তুলতে পারেনি। এবার আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। এজন্য চাইনিজ তাইপে ও ইরানের মতো দলকে হারাতে হবে। বাংলাদেশও শক্ত দল, তাদের খেলা ভালো লেগেছে।”

পোল্যান্ডকে সহজেই হারিয়ে আসর শুরু করলো ইরান

নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে শক্তিশালী ইরান। তারা ৫৫–১১ পয়েন্টে হারিয়েছে তারুণ্যনির্ভর পোল্যান্ডকে। প্রথমার্ধেই ইরান এগিয়ে যায় ৩৬–২ পয়েন্টে এবং এ অর্ধে ৩ বার অলআউট হয় পোল্যান্ড। দ্বিতীয়ার্ধে আরও একবার অলআউট হয় তারা, যদিও এই অর্ধে কিছুটা প্রতিরোধ তুলতে সক্ষম হয় পোলিশরা।

২০১২ সালের প্রথম নারী কাবাডি বিশ্বকাপের রানার্স আপ ইরান আজ অনেকটাই চাপমুক্তভাবে, শক্তি সঞ্চয় করে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। আগামীকাল তাদের প্রতিপক্ষ কেনিয়া। অন্যদিকে পোল্যান্ডের দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর