[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

দ্রুততম টি–টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড এখন সোহানের দখলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ৪:১৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন হাবিবুর রহমান সোহান।

মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে দেশের দ্রুততম টি–টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

আজ দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে এই অসাধারণ কৃতিত্ব গড়েন সোহান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ১৬৮ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় অবিশ্বাস্যভাবে—৫৪ বল হাতে রেখেই।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিলেন সোহান। প্রথম ওভারে তিনটি ছক্কা আর দ্বিতীয় ওভারে তিনটি চার ও একটি ছক্কায় রীতিমতো ঝড় তোলেন তিনি। পাওয়ারপ্লের প্রতিটি ওভারেই এসেছে চওড়া রানের ফুলঝুরি।
মাত্র ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১০৭—যেখানে সবচেয়ে কম রানের ওভারেও এসেছে ১৩ রান।

এই রেকর্ডের আগের দিনই ভারতের বৈভব সূর্যবংশী এশিয়া কাপ ইমার্জিং স্টার্সে করেন ৩২ বলে সেঞ্চুরি। সেটিই ছিল সর্বশেষ দ্রুততম সেঞ্চুরি। সোহান শুরুতে সেই রেকর্ডের কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত নিজের নামই লিখলেন ইতিহাসের পাতায়।

বাংলাদেশের ক্রিকেটে যে কোনো ফরম্যাটে এটিই এখন দ্রুততম সেঞ্চুরি। এর আগে দেশীয় ব্যাটার হিসেবে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড ছিল পারভেজ হোসেন ইমনের, যিনি ২০২০ সালে ৪২ বলে শতক করেছিলেন।

সোহানের এ কীর্তি নিঃসন্দেহে দেশের ক্রিকেটে নতুন উত্তেজনা যোগ করবে—এশিয়া কাপের মঞ্চে এমন বিধ্বংসী ইনিংস দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট-সমর্থকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর