[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১১:২৫ এএম

বাংলাদেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলার রেকর্ড অনেক আগে

থেকেই মুশফিকুর রহিমের দখলে। এবার তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখাতে যাচ্ছেন শততম টেস্টে। সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানো ম্যাচটি ছিল তাঁর ৯৯তম টেস্ট। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই এই বিশেষ মাইলফলক স্পর্শ করবেন সাবেক অধিনায়ক।

এই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিসিবি বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে। মুশফিকের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি দেওয়া হবে একটি বিশেষ ক্রেস্ট এবং সতীর্থদের স্বাক্ষর করা স্মারক ব্যাট। পুরো শের–ই বাংলা স্টেডিয়াম সেদিন ‘মিস্টার ডিপেন্ডেবল’-এর সম্মাননায় মুখরিত থাকবে—এটা নিশ্চিতভাবেই অনুমেয়।

ক্রিকেট মহলে এখন প্রশ্ন—শততম টেস্টের পরই কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন মুশফিক? তবে টিম ম্যানেজমেন্টের সূত্রে জানা গেছে, তিনি এখনও টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চান। আইরিশদের বিপক্ষে সিলেট টেস্ট জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বিষয়টি পরিষ্কার করেন।

মুশফিকের শততম টেস্ট উপলক্ষে নিজের উত্তেজনা প্রকাশ করে শান্ত বলেন, “এটা বিশাল এক অর্জন। আমরা প্রথম দিন থেকেই বলেছি, এই ম্যাচটা উদযাপন করতে চাই। পাঁচ দিনই আমরা উপভোগ করতে চাই। এমন অর্জন বাংলাদেশের ক্রিকেটে আগে কখনও আসেনি। তাই এমন ব্যক্তিকে সর্বোচ্চ সম্মান দেওয়া আমাদের দায়িত্ব, অধিনায়ক হিসেবে সেদিকেই মনোযোগ দেব।”

এর আগেই মুশফিক টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং সমালোচনার চাপের মধ্যেই বছরখানেক আগে ওয়ানডে ফরম্যাট থেকেও সরে দাঁড়িয়েছেন। তবে শান্ত চান, মুশফিক যেন ১০০তম টেস্টেই থেমে না যান। তাঁর ভাষায়, “আমি চাই মুশফিক ভাই শততম টেস্টের পরও খেলুক। আমাদের টেস্ট দলে তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটার খুব প্রয়োজন। আশা করছি, তিনি আরও চালিয়ে যাবেন।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর