[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

আঙ্গোলা ০–২ আর্জেন্টিনা: মেসি–লাউতারোর জোড়া নৈপুণ্যে বছরের শেষ ম্যাচে জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১২:৫৩ এএম

বছরের শেষ ম্যাচটা দারুণভাবেই শেষ করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে আঙ্গোলাকে ২–০ গোলে হারিয়ে ২০২৫ সালের সূচি সম্পন্ন করলো লিওনেল স্কালোনির দল।

ম্যাচের প্রথম গোলটি আসে বিরতির ঠিক আগ মুহূর্তে। লিওনেল মেসির নিখুঁত পাস থেকে লাউতারো মার্টিনেস বল জালে পাঠান। দ্বিতীয়ার্ধে আবারও  গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৮২তম মিনিটে লাউতারোর পাস থেকে মেসি দুর্দান্ত শটে বল পাঠান কোণায়।

প্রথমার্ধে মেসির পায়ে দুটি সহজ সুযোগ নষ্ট হয়। এর মাঝেই আঙ্গোলার জিতো লুভুম্বোর শক্তিশালী শটটি সরাসরি চলে যায় আর্জেন্টিনার গোলরক্ষক জেরোনিমো রুলির হাতে। তবে ৪৪তম মিনিটে মেসির ওজনদার পাসে লাউতারো গোল পেয়ে যান, হুগো মার্কেসের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধেও আঙ্গোলা বেশ আক্রমণাত্মক ছিল। লুভুম্বো আবারো একবার রুলিকে পরীক্ষা নেন। টি কার্নেইরোর ক্রস থেকে আরও একবার সুযোগ পেয়েও লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি। সুযোগ নষ্টের মূল্য দিতে হয় তাদের—৮১ মিনিটে লাউতারোর এক ছোঁয়ার পাস থেকে মেসি নিচের ডান কোণায় নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন।

যদিও আঙ্গোলা কিছু মুহূর্তে চাপ তৈরি করেছিল, শেষ পর্যন্ত ম্যাচটা ছিল বেশ নিয়ন্ত্রিতভাবেই আর্জেন্টিনার। বছরের শেষ ম্যাচে জয়ের ধারা বজায় রেখেই মাঠ ছাড়ে মেসি বাহিনী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর