[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

ফ্রান্স দল ছাড়লেন এমবাপ্পে, গোড়ালির চোটে শঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১২:২৩ এএম

গোড়ালির চোটের আরও পরীক্ষা–নিরীক্ষার জন্য জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মাদ্রিদে ফিরে গিয়ে তিনি চিকিৎসকদের পরামর্শ নেবেন।

ইউক্রেনের বিপক্ষে ৪–০ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। এই জয়ে নিশ্চিত হয়েছে ফ্রান্সের ২০২৬ বিশ্বকাপের টিকিট। ম্যাচে এমবাপ্পের দ্বিতীয় গোলটিই তার ক্যারিয়ারের ৪০০তম গোল। জাতীয় দলের হয়ে এটি ছিল তার ৫৫তম গোল, যা তাকে দেশের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর থেকে মাত্র দুই গোল দূরে নিয়ে গেছে।

চলতি বাছাইপর্বে পাঁচ গোল ও তিনটি অ্যাসিস্ট করে দারুণ ছন্দে ছিলেন এমবাপ্পে। তবে চোটের কারণে রোববার আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের শেষ ম্যাচে আর দেখা যাবে না তাঁকে।

বাছাইপর্বে ফ্রান্স এখনো পর্যন্ত এক ম্যাচে পয়েন্ট হারিয়েছে—আইসল্যান্ডের সঙ্গে ২–২ ড্র। সেই ম্যাচেও ছিলেন না এমবাপ্পে।

এমবাপ্পের সঙ্গে এদিন আরও একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ফ্রান্স শিবির ছেড়েছেন—এদুয়ার্দো কামাভিঙ্গা। তিনি হালকা পেশি চোটে পড়েছেন।

২৩ নভেম্বর লিগে এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তিন দিন পর গ্রিসে গিয়ে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলবে তারা চ্যাম্পিয়নস লিগে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর