বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজের দ্বিতীয় ম্যাচেও
হতাশাজনক হারে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। টানা দুই জয়ের মাধ্যমে পাকিস্তান আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে এবং তাদের বিশ্বকাপ বাছাইও পাকা হয়েছে। আগামী রোববার তৃতীয় ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা।
গতকাল প্রথম খেলায় বাংলাদেশ ২-৮ গোলে হারলেও আজ তার থেকেও করুণ পরিণতি বরণ করেছে দলটি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের নামের পাশে কোনো গোল নেই, বরং প্রতিপক্ষ পাকিস্তান আবারও আট গোল দিয়েছে।
হকিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কখনো জয় না পেলেও মাঝে মধ্যে লড়াকু পারফরম্যান্স দেখা গেছে। তবে এবার দুই ম্যাচ মিলিয়ে ১৬ গোল হজম করে সেই প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও দেখা যায়নি। আগের ম্যাচে মাথায় ইনজুরি পাওয়া রোমান সরকার খেলতে না পারায় ডিফেন্সে দুর্বলতাও স্পষ্ট ছিল। গত ম্যাচে পাকিস্তান ৮টি পেনাল্টি কর্নার থেকে একটি গোল করলেও আজ ১১টি পিসি থেকে চারটি গোল করে।
কোয়ার্টারভিত্তিক স্কোরলাইন ছিল—
প্রথম কোয়ার্টার: ১-০
দ্বিতীয় কোয়ার্টার: ৪-০
তৃতীয় কোয়ার্টার: ৫-০
চতুর্থ কোয়ার্টার: ৮-০
বাংলাদেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। পাকিস্তানের গোল তালিকায় ছিলেন:
৬ ও ১৯ মিনিটে সুফিয়ান খান
১৩ ও ৫৭ মিনিটে রানা ওয়াহিদ আশরাফ (দুটি ফিল্ড গোল)
৩০ মিনিটে ওয়াহিদের পেনাল্টি কর্নার
৩২ মিনিটে শহিদ হান্নান (পেনাল্টি কর্নার)
৫৩ মিনিটে আফরাজ (ফিল্ড গোল)
৫৯ মিনিটে আম্মাদ ভাট (পেনাল্টি কর্নার)
গতকাল ম্যাচ শেষে অধিনায়ক রেজাউল বাবু আশা প্রকাশ করেছিলেন যে পরের ম্যাচে দল আরও ভালো করবে, কিন্তু ফল হয়েছে উল্টো। ম্যাচ শেষে তরুণ খেলোয়াড় ওবায়দুল হক জয় বলেন, “যে পরিকল্পনা কোচ আমাদের দিয়েছিলেন, আমরা অনেক সময় তা ধরে রাখতে পারিনি। সুযোগ পেয়েও ব্যবহার করতে না পারায় গোল আদায় করা সম্ভব হয়নি।”
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল আগামী ১৮ নভেম্বর বিশ্বকাপ খেলতে ভারতে যাবে। সিনিয়র দলে থাকা সাতজন অনূর্ধ্ব-২১ খেলোয়াড়ের একজন জয় মনে করেন, পাকিস্তানের বিপক্ষে খেলা তাদের জন্য বড় অভিজ্ঞতা: “পাকিস্তান বড় দল। ওদের বিপক্ষে খেলে আমরা অনেক কিছু শিখছি। আর যদি আরও কিছু সময় পেতাম, আরও ভালো করা যেত।”
দ্বিতীয় ম্যাচে গোল করা পাকিস্তানি খেলোয়াড় ওয়াহিদ বিশ্বকাপ বাছাই নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত। পাকিস্তান একসময় হকির বিশ্বচ্যাম্পিয়ন হলেও এখন বাছাই পর্ব খেলতে হচ্ছে। ভারতে এশিয়া কাপ হওয়ায় অংশ নিতে না পারায় এশিয়ান হকি ফেডারেশন ষষ্ঠ স্থানে থাকা দলের সঙ্গে পাকিস্তানের এই প্লে-অফ আয়োজন করে। ভারত ইতোমধ্যে এশিয়া কাপ জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছে। পাকিস্তান বিশ্বকাপ মূলপর্বে উঠলে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে ওয়াহিদ বলেন, “ভারতে আমরা ভারতের সঙ্গে খেলিনি। নিরপেক্ষ ভেন্যু বেলজিয়ামে খেলা হলে আমাদের কোনো আপত্তি নেই।”
এসআর
মন্তব্য করুন: