নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর ব্যথা পেয়ে মাঠ ছাড়েন হামজা চৌধুরী। সেই মুহূর্তেই ভারত ম্যাচে তাকে পাওয়া নিয়ে দলে তৈরি হয় উদ্বেগ। তবে স্বস্তির খবর—বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা নিশ্চিত করেছেন, হামজার চোট গুরুতর নয়।
জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের ম্যাচে ৭৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাবরেরা জানান, বিষয়টি সামান্য পেশির টান, এবং ভারতের বিপক্ষে তিনি খেলতে পারবেন বলে আশাবাদী।
হাভিয়ের কাবরেরা বলেন—“না, গুরুতর কিছু নয় (হামজার চোট)। সামান্য পেশির টান লেগেছে। তার এমন কিছু হয়নি, যাতে ভারত ম্যাচের জন্য ঝুঁকি তৈরি হবে,”

নেপালের বিপক্ষে ম্যাচে পিছিয়ে থেকে হামজার জোড়া গোলে ২–১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু যোগ করা সময়ে গোল খেয়ে ২–২ ড্রয়ে শেষ হয় ম্যাচটি।
এই ফল নিয়ে হতাশ কাবরেরা বলেন—“আবারও হতাশ, বিশেষ করে ম্যাচের শেষটা নিয়ে। আমরা শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলাম, কিন্তু গোল পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। বিরতির পর ভালো প্রতিক্রিয়া দেখালেও সামগ্রিকভাবে হতাশাজনক পারফরম্যান্স।”
শেষ মুহূর্তে গোল খাওয়ার বিষয়টি নিয়ে কোচের বিশ্লেষণ, “এটা মানসিক সমস্যা নয়। এমন পরিস্থিতির অনুশীলন আমরা বহুবার করেছি, কিন্তু আজও সেটা এড়ানো যায়নি। আমরা ভিডিও বিশ্লেষণ করব, ভুলগুলো শুধরাব এবং ভারতের বিপক্ষে যেন এমন না হয়, সেই প্রস্তুতি নেব।”
আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) একই মাঠে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচে নামবে বাংলাদেশ। কাবরেরা জানিয়েছেন, নেপাল ম্যাচের ভুল শুধরে সেই ম্যাচেই তাদের মূল লক্ষ্য তিন পয়েন্ট অর্জন।
“ম্যাচের ফল নিয়ে খুশি নই। জয়টা হাতছাড়া হয়েছে। তবে এখন মূল মনোযোগ ভারতের বিপক্ষে—ওই ম্যাচেই আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।”
মূল প্রেক্ষাপট:
এসআর
মন্তব্য করুন: