[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

হামজার জোড়া গোল, শেষ ৬ ম‍্যাচে ৪ গোল

চোট, ড্র আর হতাশা—নেপাল ম্যাচে ভাঙল না বাংলাদেশের জয়খরা

এম. এ. রনী

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ১১:৫০ পিএম

জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে হাভিয়ের কাবরেরার দল।

দুই অর্ধে দুই রকম বাংলাদেশ। প্রথমার্ধে নিস্প্রভ, দ্বিতীয়ার্ধে প্রাণবন্ত ও জয়ের জন্য মরিয়া। পিছিয়ে থেকেও ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর জোড়া গোলে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের এক গোলেই ভেস্তে গেল স্বাগতিকদের জয়োৎসব।

প্রথমার্ধে ২৯তম মিনিটে রোহিত চাঁদের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ছন্দে ফেরে স্বাগতিকরা। ৪৬তম মিনিটে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে সমতা ফেরান হামজা। মাত্র চার মিনিট পর বক্সে রাকিবের ওপর ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে দলকে এগিয়ে দেন তিনি।

বাংলাদেশের জার্সিতে এটি হামজার চতুর্থ গোল—এর আগে ভুটান ও হংকংয়ের বিপক্ষেও লক্ষ্যভেদ করেছিলেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।

কিন্তু যোগ করা সময়ে হতাশা। কর্নার থেকে অনন্ত তামাংয়ের নিখুঁত হেডে মিতুল মারমাকে পরাস্ত করে সমতায় ফেরে নেপাল। ফলে পাঁচ বছর পর নেপালের বিপক্ষে জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।

এই ম্যাচের মধ্য দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচের (১৮ নভেম্বর) প্রস্তুতি সারছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের গোল খাওয়া ও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি দলে নতুন উদ্বেগ যোগ করেছে।

৭১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তরুণ ডিফেন্ডার জায়ান আহমেদ, পরে হামজা চৌধুরীকেও তুলে নিতে বাধ্য হন কোচ। শেষ দিকে বদলি হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী কিউবা মিচেল বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন।

এর আগে, প্রথমার্ধে বাংলাদেশ বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখে কার্যকর আক্রমণ গড়তে ব্যর্থ হয়। রাকিব-ফাহিমদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় নেপাল।

২০২০ সালের এই দিনে এই মাঠেই নেপালের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল বাংলাদেশ (২–০)। ভুটানকে হারানোর পর এই ড্রয়ে পাঁচ ম্যাচ ধরে জয়বঞ্চিত থাকল জামাল ভূইয়ারা।

⚽ গোলসংক্ষেপ: বাংলাদেশ: হামজা চৌধুরী (৪৬’ ও ৫০’)

           নেপাল: রোহিত চাঁদ (২৯’), অনন্ত তামাং (৯০+’)

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর