[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

ডিফেন্সের ভুলে ক্যাবরেরার ‘আত্মসমর্পণ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ১১:২৮ পিএম

আবারও শেষ মুহূর্তে জয় হারানোর কষ্ট! নেপালের বিপক্ষে ম্যাচে যোগ

করা সময়ে গোল হজম করে ড্র করতে হলো বাংলাদেশকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়— কেন বারবার এমন হচ্ছে?

এই ম্যাচে বাংলাদেশ দুইটি গোল হজম করেছে, দুটিতেই ডিফেন্সের ভুল স্পষ্ট। আগের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধেও একই সমস্যা দেখা গিয়েছিল। কোচ বলেন,

> “আমরা শতবার অনুশীলন করেছি। তবু এমন ভুল হয়ে যাচ্ছে। এটা ফুটবলে হয়, কিন্তু বারবার হওয়াটা হতাশাজনক।”

 

ম্যাচের আগের দিন অধিনায়ক জামাল ভূঁইয়া স্বীকার করেছিলেন, শেষ মুহূর্তে মনোযোগ হারানোর কারণেই এমন গোল খেতে হয়। এ বিষয়ে কোচের মত,

> “আমি একে মানসিক সমস্যা বলব না। আমরা ভিডিও বিশ্লেষণ করে ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। সামনে ভারতের বিপক্ষে চার দিন সময় আছে, যেন এমন না হয় সে প্রস্তুতিই নিচ্ছি।”

 

বাংলাদেশের হয়ে হামজার দুর্দান্ত নৈপুণ্যে একটি গোল এবং পেনাল্টি থেকে আরেকটি গোল আসে। তবে সুযোগ তৈরি করতে পারেনি দল। কোচ বলেন,

> “প্রথমার্ধে আমরা বল দখলে এগিয়ে ছিলাম, কিন্তু স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে পারিনি। আমি দায় নিচ্ছি— আমরা আরও ভালো খেলতে পারতাম, বিশেষ করে শুরুতে। নেপালের মতো ডিফেন্সিভ দলের বিপক্ষে কাজটা সহজ নয়।”

 

ম্যাচে হামজা ও জায়ান আহমেদ চোট পেয়েছিলেন, যা নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে কোচ আশ্বস্ত করেছেন,

> “তাদের আঘাত গুরুতর নয়। তারা স্বাভাবিক আছে এবং ভারতের বিপক্ষে খেলবে।”

 

উল্লেখ্য, নেপালের দলে পাঁচজন খেলোয়াড় আছেন যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেন। তাদের মধ্যে ফর্টিজের অনন্ত তামাংই শেষ মুহূর্তের সেই গোলটি করেন। এ বিষয়ে কোচ বলেন,

> “এটা আমি বিশেষভাবে দেখছি না। আমরা জয়ের জন্যই খেলেছিলাম, জেতা উচিতও ছিল। কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। এখন আমাদের ফোকাস ভারত ম্যাচে।”

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর