জাতীয় দলের অফিসিয়াল অধিনায়ক জামাল ভূইয়া এবারও রয়েছেন দলে, তবে সাম্প্রতিক সময়ে ম্যাচের প্রথম একাদশে নিয়মিতভাবে তাকে পাওয়া যাচ্ছে না। বরং সংবাদ সম্মেলনে তাকে প্রায়ই দেখা গেলেও মাঠে শুরু করতে পারছেন না দীর্ঘদিন ধরে। সর্বশেষ এশিয়ান কাপ বাছাই ম্যাচেও একই চিত্র দেখা গিয়েছিল—সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও মাঠের একাদশে ছিলেন না এই অভিজ্ঞ মিডফিল্ডার।
দলের সঙ্গে যথেষ্ট প্রস্তুতির সময় না পাওয়ায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মিডফিল্ডার শোমিত সোম-কে শুরুর একাদশে রাখেননি বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কানাডা থেকে দেশে ফিরে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পান শোমিত। তাই তার একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত অনুমিতভাবেই বেঞ্চে রেখেছেন কোচ কাবরেরা।
বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ভেন্যুতেই ২০২০ সালের এই দিনে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা। দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল গত সেপ্টেম্বরে কাঠমাণ্ডুতে, যেখানে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
আগামী ১৮ নভেম্বর এই মাঠেই ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবেই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে জামাল ভূঁইয়ারা।
এরই মধ্যে ইংল্যান্ড থেকে দেশে ফিরে দুই দিন অনুশীলন করা লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী রয়েছেন আজকের শুরুর একাদশে।
বাংলাদেশের শুরুর একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন, কাজী তারিক রায়হান, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জামাল ভূইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
এসআর
মন্তব্য করুন: