[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৯ কার্তিক ১৪৩২

শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর ‘প্যানিক অ্যাটাক’ হয়েছিল সানিয়ার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ৬:২৫ পিএম

২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও

পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে দুই দেশের সীমানা ছাড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিল। তবে এক যুগের বেশি সময় পর সেই সম্পর্কের ইতি ঘটে।

২০২৩ সালে সানিয়া আনুষ্ঠানিকভাবে শোয়েব মালিককে তালাক দেন, যদিও বিষয়টি দীর্ঘ সময় আলোচনার বাইরে ছিল। পরবর্তীতে শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলে বিষয়টি প্রকাশ্যে আসে এবং সানিয়ার পরিবারও তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করে।

সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকা সানিয়া এবার নিজের অনুভূতি প্রকাশ করেছেন নতুন ইউটিউব টক শো ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-এর প্রথম পর্বে। অতিথি ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও বলিউড পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান।

আলোচনার একপর্যায়ে সানিয়া বলেন, “আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটি দিন ছিল সেটা। আমি মানসিকভাবে ভীষণ দুর্বল ছিলাম, এমনকি ভয়াবহ প্যানিক অ্যাটাকে ভুগছিলাম। তখন তুমি (ফারাহ) সেটে এসে আমাকে বলেছিলে—‘নো ম্যাটার হোয়াট, ইউ আর ডুইং দিস শো।’ সেই কথাটাই আমাকে ভেঙে পড়া অবস্থা থেকে টেনে তুলেছিল।”

ফারাহ খান জানান, “সেদিন ওর অবস্থা দেখে আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। আমার নিজের শুট ছিল, কিন্তু সব ফেলে ছুটে যাই ওর কাছে, শুধু পাশে থাকার জন্য।”

ফারাহ আরও বলেন, সানিয়া এখন একা হাতে মা হিসেবে যেভাবে দায়িত্ব পালন করছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। “ওকে একসঙ্গে সন্তান লালনপালন আর পেশাগত জীবন সামলাতে হয়। এটা দ্বিগুণ পরিশ্রমের কাজ, আর সানিয়া সেটি দারুণভাবে করছে,” মন্তব্য করেন তিনি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর