[email protected] বুধবার, ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

যে কারনে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ৩:০৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে জেলা ও বিভাগীয় ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে অব্যবস্থাপনার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গত রোববার ও সোমবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ ঘটনায় সাংবাদিকরা বিসিবি সভাপতির সংবাদ সম্মেলন বর্জন করেন।

বুধবার (১২ নভেম্বর) এক ভিডিওবার্তায় বিসিবির পক্ষ থেকে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন,

“গত ১০ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে ও টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি। আমন্ত্রণ জানিয়েও আমরা সেটি রক্ষা করতে পারিনি—এটা আমাদের ব্যর্থতা। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”

এ সময় ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের আশ্বাস দেন বিসিবি সভাপতি। তিনি আরও বলেন,

কোন বিভাগের ত্রুটিতে এই ব্যর্থতা ঘটেছে, তা আমরা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গণমাধ্যম আমাদের ক্রিকেট অগ্রযাত্রার অন্যতম অংশীদার। আমরা ভুল করেছি—ভবিষ্যতে যেন এমন না হয়, সেই চেষ্টা করব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর