[email protected] বুধবার, ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

সালমান-রউফের নৈপুণ্য সত্ত্বেও পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ৮:২৩ এএম

ব্যাট হাতে সালমান আলি আগার সেঞ্চুরি ও হুসাইন তালাতের হাফসেঞ্চুরির পর বোলিংয়ে মোমেন্টাম

 মোমেন্টাম এনে দেন হারিস রউফ। পাকিস্তানের সহজ জয়–ই ছিল দর্শকদের প্রত্যাশা। তবে শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা প্রায় একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছিলেন। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে নাসিম শাহ’র বলে লং অনে ক্যাচ তুলে আউট হন তিনি। ফলে ৬ রানের ব্যবধানে হার মেনে নিতে হয় লঙ্কানদের।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মঙ্গলবার (১১ নভেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রান তোলে। দলের হয়ে সালমান আলি আঘা অপরাজিত ১০৫, হুসাইন তালাত ৬২ এবং মোহাম্মদ নওয়াজ ৩৬ রানের ইনিংস খেলেন। শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা নেন ৩ উইকেট।

৩০০ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু করে শ্রীলঙ্কা। মাত্র ১১.৩ ওভারে সংগ্রহ করে ৮৫ রান। কিন্তু হারিস রউফের গতিতে ভেঙে পড়ে তাদের টপ অর্ডার। এক ওভারের ব্যবধানে তিনি ফিরিয়ে দেন ওপেনার কামিল মিশারা (৩৮), কুশল মেন্ডিস (০) ও পাথুম নিশাঙ্কা (২৯)।

এরপর সাদিরা সামারাবিক্রমা (৩৯) ও চারিথ আসালাঙ্কা (৩২) মিলে ইনিংস গড়ার চেষ্টা করলেও রউফ ও বাবর আজমের দুর্দান্ত ক্যাচে সেই জুটি ভাঙে। লিয়ানাগে (২৮) ও কামিন্দু মেন্ডিস আউট হলে ২১০ রানে লঙ্কানরা ৭ উইকেট হারায়।

শেষদিকে ক্রিজে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুষ্মন্ত চামিরা (৩৭ রানের জুটি) ও মহেশ থিকশানা (৩২ রানের জুটি) সঙ্গে নিয়ে জয়ের আশা জাগান তিনি। কিন্তু ৪৯তম ওভারে নাসিম শাহ’র ফুল টস লং অনে তুলতে গিয়ে বাবরের হাতে ধরা পড়েন। ৫২ বলে ৭ চারে করেন ৫৯ রান। শেষ ওভারে দরকার ছিল ২১ রান। হুসাইন তালাতের শেষ ওভারে থিকশানা লড়লেও দলকে জেতাতে পারেননি।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান তুলতে সক্ষম হয়। পাকিস্তানের পক্ষে হারিস রউফ নেন ৪ উইকেট, নাসিম শাহ ও ফাহিম আশরাফ নেন ২টি করে উইকেট।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর