[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২

দুই সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ৯:২৬ পিএম

আসন্ন শ্রীলঙ্কা সফর ও পরবর্তী ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজকে

সামনে রেখে ওয়ানডে ও টি–টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি তরুণ ব্যাটার হাসান নাওয়াজের।

প্রথম দিকে ভালো পারফরম্যান্স দেখালেও সাম্প্রতিক সময়ে অফফর্মে ভুগছিলেন নাওয়াজ। ব্যাট হাতে ধারাবাহিকতা হারানোর কারণেই তাকে দল থেকে বাদ দিয়েছে নির্বাচকরা। তার পরিবর্তে দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার ফখর জামান, যিনি টি–টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

আগামী ১১ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর ১৭ নভেম্বর থেকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ।


শ্রীলঙ্কা সিরিজের পাকিস্তান ওয়ানডে দল

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, মোহাম্মদ হাসিবুল্লাহ, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব ও সালমান আলী আঘা।


ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের পাকিস্তান দল

সালমান আলী আঘা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর