[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ৮:৪১ এএম

ফিটনেসে ফেরার পরই দুর্দান্ত ছন্দে ফিরেছেন রবার্ট লেভানডোভস্কি।

সেল্টা ভিগোর মাঠে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৪-২ গোলের জয় এনে দিয়েছেন তিনি। এই জয়ে লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে কাতালানরা।

দিনের আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। ফলে বার্সার সামনে সুযোগ ছিল ব্যবধান তিনে নামিয়ে আনার, যা তারা কাজে লাগায় দারুণভাবে।

এক মাস পেশির চোটে মাঠের বাইরে থাকার পর গত সপ্তাহে বদলি হিসেবে নেমে গোল করেছিলেন লেভানডোভস্কি। এবার পূর্ণ ফিটনেসে ফিরে দিলেন হ্যাটট্রিকের উপহার।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস র‌্যাশফোর্ডও ছিলেন দারুণ ফর্মে। তিনি দুটি গোলে অ্যাসিস্ট করেছেন, আরেকটিতে ভূমিকা রেখেছেন লামিনে ইয়ামালের গোলেও।

ম্যাচের শুরু থেকেই সেল্টা ভিগো বার্সেলোনার ঘাম ঝরায়। ফারমিন লোপেজের শট বক্সে আলোনসোর হাতে লাগলে পেনাল্টি পায় বার্সা, যা থেকে গোল করে লিড নেন লেভানডোভস্কি। তবে মিনিট না যেতেই সমতায় ফেরে সেল্টা।

বিরতির আগে র‌্যাশফোর্ডের ক্রসে আবারও গোল করেন পোলিশ তারকা। এরপর ইয়ামালের গোলে ব্যবধান বাড়ায় বার্সা। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডোভস্কি, যা তার চলতি মৌসুমের নবম গোল।

শেষ দিকে ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে বার্সেলোনা। তবে জয় নিশ্চিত করে তারা রিয়ালের ড্রয়ের পুরো সুবিধা নিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর