[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ৮:১৫ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে


৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শুধু বড় ব্যবধানে জয়ই নয়, মাইলফলকও ছুঁয়েছেন কোচ পেপ গার্দিওলা—এটাই ছিল তার কোচিং জীবনের হাজারতম ম্যাচ।

রবিবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় সিটি। নবম মিনিটে জেরেমি ডকু ফাউলের শিকার হলে রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ভিএআরের সিদ্ধান্তে সেটি দেওয়া হয়। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি আর্লিং হালান্ড; লিভারপুল গোলরক্ষক জর্জি মামারদাশভিলির দারুণ সেভে রক্ষা পায় অতিথিরা।

তবু বেশিক্ষণ রক্ষা হয়নি। ২৯তম মিনিটে ম্যাথিউস নুনেসের ক্রস থেকে চমৎকার হেডে গোল করেন হালান্ড—যা তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ৯৯তম গোল। খেলার শুরুতে পেনাল্টি মিস না করলে সেটিই হতে পারত তার শততম গোল।

লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকের একটি হেডে সমতা ফিরেছিল, তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে গঞ্জালেসের শটে ফন ডাইকের গায়ে লেগে বল জালে গেলে ব্যবধান বেড়ে যায় ২-০ তে।

বিরতির পরও ম্যানসিটি থামেনি। ৬৩ মিনিটে নিকো ও’রিলির পাস থেকে বাঁকানো শটে গোল করেন জেরেমি ডকু—জানুয়ারির পর তার প্রথম লিগ গোল এটি। ম্যাচের বাকি সময় লিভারপুল চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি।

শেষ মুহূর্তে ডমিনিক সোবোসলাই ও মোহাম্মদ সালাহ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩-০ ব্যবধানে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ফিরেছে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান এখন চার পয়েন্ট। অপরদিকে, পাঁচ লিগ ম্যাচে পঞ্চম হার লিভারপুলকে নামিয়ে দিয়েছে টেবিলের অষ্টম স্থানে।

প্রিমিয়ার লিগের অন্যান্য ম্যাচে চেলসি ৩-০ গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়ে দুইয়ে উঠেছে। অ্যাস্টন ভিলা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বোর্নমাউথকে, ব্রেন্টফোর্ড ৩-১ ব্যবধানে জিতেছে নিউক্যাসেলের বিপক্ষে। নটিংহ্যাম ফরেস্ট ৩-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে, আর ক্রিস্টাল প্যালেস ও ব্রাইটনের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর