ইন্টার মায়ামির জার্সিতে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি।
ন্যাশভিল এসসির বিপক্ষে দলের ৪-০ গোলের জয়ে প্রতিটি গোলেই ছিল তার সরাসরি অবদান— দুটি গোল করেছেন নিজে, বাকি দুটি বানিয়ে দিয়েছেন সতীর্থদের।
এই ম্যাচের মধ্য দিয়ে চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবদান দাঁড়াল ৬১-এ। একই সঙ্গে সক্রিয় ফুটবলারদের মধ্যে প্রথমবার ৪০০ অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করলেন তিনি। পেশাদার ক্যারিয়ারে এখন তার চেয়ে বেশি অ্যাসিস্ট রয়েছে কেবল এক হাঙ্গেরিয়ান কিংবদন্তির।
মেসির নৈপুণ্যে প্রথমবারের মতো নিজেদের ইতিহাসে এমএলএস কাপের সেমিফাইনালে উঠেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের সিরিজ নির্ধারণী ম্যাচে ফ্লোরিডার ক্লাবটি ৪-০ গোলের দাপুটে জয় তুলে নেয়। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেসির পাশাপাশি তাদেও আলেন্দে জোড়া গোল করেন।
ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মায়ামি মোট ৮ গোল করেছে, বিপরীতে হজম করেছে ৩টি— এবং আশ্চর্যের বিষয়, সবকটি গোলেই কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন মেসি।
ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ এফসি সিনসিনাতি। ফাইনালে জায়গা পেতে দুই দল মুখোমুখি হবে ২২ বা ২৩ নভেম্বর।
এসআর
মন্তব্য করুন: