[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

রোনালদোর ১০০, আল-নাসরের আটে আট

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ১১:৫১ পিএম

সৌদি প্রো লিগে শিরোপা না পেলেও খেলার আনন্দে ভাসছেন

ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা ষষ্ঠ ম্যাচে গোল করে আল-নাসরকে আরেকটি জয়ে নেতৃত্ব দিলেন পর্তুগিজ তারকা। লিগে এটি তাদের অষ্টম টানা জয়।

প্রথমার্ধে রোনালদো ও সতীর্থ জোয়াও ফেলিক্স বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। তবে বিরতির পর বদলে যায় খেলার চিত্র।

৪৮তম মিনিটে রোনালদোর নেওয়া ফ্রি কিক প্রতিপক্ষের দেয়ালে লেগে ফিরে আসে, আর ফিরতি বলেই গোল করেন অ্যাঞ্জেলো। এতে এগিয়ে যায় আল-নাসর।

এর কিছুক্ষণ পরই নেওমের লুসিয়ানো রদ্রিগেজ প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে কনুই দিয়ে আঘাত করলে ভিডিও রিভিউ (VAR) দেখে লাল কার্ড দেখান রেফারি।

১০ জনের নেওমকে তখন আরও চাপে ফেলে আল-নাসর। ৬২ মিনিটে ফেলিক্সকে ফাউল করলে পেনাল্টি পান রোনালদো, যেখান থেকে তিনি নির্ভুলভাবে গোল করেন। এই গোলে সৌদি প্রো লিগে নিজের ১০০টি গোল অবদানের মাইলফলক স্পর্শ করেন রোনালদো—এর মধ্যে রয়েছে ৮৩ গোল ও ১৭টি অ্যাসিস্ট।

৮৪ মিনিটে নেওম একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি। দুই মিনিট পর রোনালদো ও সাদিও মানের সমন্বিত আক্রমণ ফিরিয়ে দেয় প্রতিপক্ষ রক্ষণ, কিন্তু ফিরতি বলে দূর থেকে জোরালো শটে গোল করেন ফেলিক্স।

শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানে জিতে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আল-নাসর।
৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা, তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আল-তাওউন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর