প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৫ ৯:১৬ পিএম
বিপিএলের আসন্ন মৌসুম শুরুর আগেই তারকায় ভরপুর হয়ে উঠছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।
গতকাল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়ানোর পর আজ যুক্ত হলেন আরও এক তারকা—জাতীয় দলের ব্যাটার সাইফ হাসান।
ঢাকা ক্যাপিটালসের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাইফকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিতে পারে। ফলে তাসকিন ও সাইফকে দলে ভেড়ানোর পর ঢাকার হাতে এখনো একটি ‘সরাসরি চুক্তি’ সুযোগ বাকি রয়েছে।
গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলে নজর কাড়েন সাইফ হাসান। ১৩ ম্যাচে ৩০৬ রান করে তার স্ট্রাইকরেট ছিল ১১৯। তবে এ বছরই নিজের আসল রূপ দেখিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে।
২০২৫ সালে জাতীয় দলের হয়ে ১২ ইনিংসে ৩৪৪ রান করেছেন এই ডানহাতি ব্যাটার, স্ট্রাইকরেট ১৩১.৮০। এর মধ্যে ১৬২ রানই এসেছে ছক্কা থেকে, অর্থাৎ ২৭টি ছক্কা মেরে এ বছর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন তিনি। আরও উল্লেখযোগ্য বিষয় হলো— তানজিদ তামিম (৩৮ ছক্কা) ও পারভেজ ইমনকে (২৯ ছক্কা) ছাড়িয়ে যেতে সাইফকে খেলতে হয়েছে তাদের চেয়ে অর্ধেক ইনিংস কম।
আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর, যা চলবে ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এবার অংশ নেবে মোট পাঁচটি দল। নাম পরিবর্তন করেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি—চট্টগ্রাম কিংস হয়েছে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী হয়েছে রাজশাহী ওয়াসিয়র্স, আর সিলেট খেলবে নতুন নামে সিলেট টাইটান্স হিসেবে।
নতুন মেয়াদে ফ্র্যাঞ্চাইজি নির্ধারণের প্রক্রিয়া ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও, যাচাই-বাছাই শেষে পাঁচটি প্রতিষ্ঠান পেয়েছে আগামী পাঁচ বছরের জন্য দল পরিচালনার দায়িত্ব।
এসআর
মন্তব্য করুন: