[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

ইয়ামালের দৃষ্টিনন্দন গোলের পরও জয়বঞ্চিত বার্সেলোনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ৮:৪২ এএম

নতুন মৌসুমে ধারাবাহিক চাপে থাকা স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা এবার চ্যাম্পিয়নস লিগে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে।

তিনবার পিছিয়ে থেকেও সমতায় ফেরে হ্যান্সি ফ্লিকের দল, তবে শেষ পর্যন্ত ম্যাচটি ৩–৩ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়তে হয় কাতালানদের। লামিনে ইয়ামালের এক অসাধারণ গোলও তাদের জয়ের জন্য যথেষ্ট হয়নি।

বেলজিয়ামের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই এগিয়ে যায় স্বাগতিক ব্রুগ। তাদের হয়ে কার্লোস ফোর্বস দুটি এবং নিকোলো ট্রেসোল্ডি একটি গোল করেন। বার্সার হয়ে ফেররান তোরেস ও ইয়ামাল একটি করে গোল দেন, অপর গোলটি আসে ব্রুগের এক আত্মঘাতী প্রচেষ্টায়।

পুরো ম্যাচে বলের দখলে (৭৭%) ও আক্রমণে আধিপত্য ছিল বার্সেলোনার। তারা ২৩টি শট নেয়, যার মধ্যে ৭টি লক্ষ্যে ছিল। বিপরীতে ব্রুগ নেয় ১১টি শট, এর ৬টিই অন টার্গেট। আগের দুইবারের মতো এবার আর জয়ের দেখা পায়নি কাতালানরা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে বার্সার জয় মাত্র দুটি, হার তিনটি ও ড্র একটিতে থেমেছে। তবে ইনজুরি কাটিয়ে রবার্ট লেভান্ডফস্কির ফিরে আসা দলটির জন্য ছিল স্বস্তির বিষয়।

ম্যাচের শুরুতে সপ্তম মিনিটে ট্রেসোল্ডির গোলে এগিয়ে যায় ব্রুগ। দুই মিনিটের মাথায় ফারমিন লোপেজের পাস থেকে ফেররান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান। তবে ১৭ মিনিটে ফোর্বস আবারও গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। প্রথমার্ধে জুল কুন্দের শট পোস্টে লাগে, আর তোরেসের একটি সুযোগ হাতছাড়া হয়।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা। ইয়ামাল ও লোপেজের কয়েকটি প্রচেষ্টা ফিরিয়ে দেন ব্রুগের গোলরক্ষক নর্ডিন জ্যার্কাস। ৫৯ মিনিটে এরিক গার্সিয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসে। মাত্র দুই মিনিট পর আসে ম্যাচের সেরা মুহূর্ত—লামিনে ইয়ামালের দৃষ্টিনন্দন গোল। ডি-বক্সের বাইরে বল পেয়ে দু’জনকে কাটিয়ে দানি ওলমেকে পাস দেন, পরে ফিরতি বল পেয়ে আরও দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন তিনি।

এই গোলের পরও জয়ের হাসি উপহার দিতে পারেনি বার্সেলোনা। ম্যাচ শেষে সন্তুষ্ট থাকতে হয় ৩–৩ সমতায়, আর ইয়ামালের সেই গোল স্মরণীয় হয়ে থাকে কাতালান সমর্থকদের কাছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর