বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির ০৫/২০২৫ নং সভা সোমবার দুপুরে কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রীয় সফরে বিদেশে থাকায়, তাঁর নির্দেশনায় সহ-সভাপতি অঞ্জন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সভায় আসন্ন বিওএ কার্যনির্বাহী কমিটির নির্বাচন, নির্বাচন কমিশন গঠন ও কাউন্সিলর তালিকা চূড়ান্তকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, সভাপতির উপস্থিতি স্বাপেক্ষে বিওএ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখে কক্সবাজারে বার্ষিক সাধারণ সভা (AGM)-এর সঙ্গে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বিকেএসপি’র সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহীন মনোয়ার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাবেন। কমিশনের অপর দুই সদস্য হবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য তাহমিনা রহমান। নির্বাচনের কার্যক্রম বিওএ’র গঠনতন্ত্র অনুযায়ী সম্পন্ন হবে বলে সভায় জানানো হয়।
সভায় বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থা থেকে প্রাপ্ত কাউন্সিলরদের তালিকাও চূড়ান্ত করা হয়। এছাড়া, বাহরাইনে অনুষ্ঠিত ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে কাবাডির পুরুষ ও নারী দল প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক অর্জন করায় তাদের আর্থিক পুরস্কার ও সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করা হয়।
এসআর
মন্তব্য করুন: