বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ ও বিকেন্দ্রীকৃত করতে নতুন এক উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি তিনি দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে একত্রিত করার লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা দিয়েছেন।
বুলবুলের মতে, দেশের ৬৪টি জেলা এবং আটটি বিভাগে ক্রিকেটের বিস্তৃতি রয়েছে। তিনি চান, সকল জেলা ক্রিকেট প্রেসিডেন্ট, ক্রীড়া অফিসার, কোচ এবং নারী উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে বাংলাদেশ ক্রিকেটের চাহিদা ও প্রয়োজনীয়তা বোঝা এবং বোর্ডের পক্ষ থেকে সহায়তার সুযোগ তৈরি করা।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আমরা চাই সকল স্টেকহোল্ডার একত্রিত হোক, যেন বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সবাই সেটি জানার সুযোগ পায়। ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। আশা করি, এটি সফলভাবে সম্পন্ন হবে এবং আমাদের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে।”
বুলবুল আরও উল্লেখ করেছেন, দেশের ক্রিকেট সংগঠকরা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় তাদের একত্রিত করার মাধ্যমে বিসিবি-এর ভিশন ও মিশন সকলের সঙ্গে ভাগাভাগি করা সম্ভব হবে। একই সঙ্গে, জেলা ও উপজেলায় ক্রিকেটের অবস্থা পর্যালোচনা করে যে ফাঁক বা চাহিদা থাকবে, তা পূরণ করার পরিকল্পনা করা হচ্ছে।
এই কনফারেন্সের মাধ্যমে বুলবুল এবং বিসিবি আশা করছেন যে, দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করা সম্ভব হবে এবং সবাই ক্রিকেট নিয়ে আনন্দ উপভোগ করতে পারবে।
এসআর
মন্তব্য করুন: