নাজমুল হোসেন শান্ত আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হতে যাচ্ছেন।
গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টের পর তিনি নেতৃত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন। এরপর থেকে নতুন টেস্ট অধিনায়ক নিয়োগ নিয়ে বিসিবির ভেতরে আলোচনা চলছিল।
বোর্ডের মনে করা হচ্ছে, ওয়ানডে ফরম্যাটে মেহেদী হাসান মিরাজের ওপর নেতৃত্বের অতিরিক্ত চাপ তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। তাই টেস্টে নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রয়োজন দেখা দেয়।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের হোয়াইটওয়াশের রাতেই বিসিবি কর্মকর্তারা শান্তের সঙ্গে আলোচনা করেন। আলোচনার পর তিনি নেতৃত্ব গ্রহণে সম্মতি জানান।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম শুক্রবার রাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর টেস্ট দলের নেতৃত্ব চূড়ান্ত করেন। প্রথমে শান্ত নেতৃত্ব নিতে অনিচ্ছুক ছিলেন, তবে পরবর্তীতে বোর্ডের একজন সাবেক ক্রিকেটার ও বর্তমান পরিচালক তার সঙ্গে কথা বলে রাজি করান।
শান্তের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল দীর্ঘ সময় খেলার পরিকল্পনা করছে। নতুন অধিনায়ক ঘোষণা এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।
এসআর
মন্তব্য করুন: