টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দুর্দান্ত ফর্মে ছিল বাংলাদেশ।
কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে সেই ছন্দে ছেদ পড়ে টাইগারদের। সিরিজ ইতোমধ্যেই হার নিশ্চিত হলেও আজ মর্যাদা রক্ষার লড়াইয়ে নামছে লিটন দাসের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
ধবলধোলাই এড়ানোর এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস। আগের দুই ম্যাচেই পরে ব্যাটিং করে পরাজয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। তাই আজ ব্যাট হাতে শুরু থেকেই দলকে শক্ত ভিত দিতে চান লিটনরা।
দল সাজানোতেও এসেছে বড় পরিবর্তন। একাদশে চারটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তাদের জায়গায় দলে এসেছেন নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং পারভেজ হোসেন ইমন।
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম।
আমির জাঙ্গু, আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আকিম অগাস্টে, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড।
দুই ম্যাচ হেরে সিরিজ ইতোমধ্যেই হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচ কেবল মর্যাদা রক্ষার নয়—আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও লড়াই লিটন বাহিনীর সামনে।
এসআর
মন্তব্য করুন: