চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য ১৫০ রান।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে অতিথি ওয়েস্ট ইন্ডিজ দল।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গড়ে তোলেন ওপেনার অ্যালিক অথানাজে ও অধিনায়ক শাই হোপ। অথানাজে ৩৩ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। অপরদিকে অধিনায়ক হোপ ব্যাট করেন ৩৬ বলে ৫৫ রান; তিনিও মারেন ৩টি চার ও ৩টি ছক্কা।
তবে এই দুই ব্যাটার ছাড়া ক্যারিবীয় দলের অন্যরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্যে কেউ যদি ভালো সূচনা এনে দিতে পারেন, তবে সিরিজে সমতায় ফেরার আশা বাঁচিয়ে রাখবে স্বাগতিকরা।
সিরিজে টিকে থাকতে এই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। ফলে ১৫০ রানের এই লক্ষ্য তাড়া করাই এখন টাইগারদের বড় চ্যালেঞ্জ।
এসআর
মন্তব্য করুন: