[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

বাতিল বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ৩:৪৩ পিএম

সংগৃহীত ছবি

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।

তবে শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ঢাকায় প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাফুফে। আফগানিস্তানও প্রাথমিকভাবে এতে সম্মতি জানিয়ে সফরের তারিখ চূড়ান্ত করেছিল।

কিন্তু হঠাৎ করেই আফগান ফুটবল কর্তৃপক্ষ তাদের সফর বাতিলের সিদ্ধান্ত জানায়। জানা গেছে, একই সময় আফগানিস্তানের মিয়ানমারের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলার কথা ছিল। তবে মিয়ানমার দল বাংলাদেশ সফরে না আসায় পুরো সূচি পরিবর্তন হয়ে যায় এবং তারই প্রভাবে বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচও বাতিল হয়ে যায়।

তবে বাফুফে এখানেই থেমে নেই। সংস্থাটি এখনও ১৩ নভেম্বরই একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। এ লক্ষ্যে কয়েকটি দেশকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে নেপাল আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাংলাদেশ দল নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল করতে হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর