[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ১৬৬ রানের চ্যালেঞ্জ _copy

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ২:০১ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের সামনে এসেছে চ্যালেঞ্জিং লক্ষ্য।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবীয়রা, আর সেই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৬৫ রান।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মূল ভরসা ছিলেন অধিনায়ক শাই হোপ ও সহ-অধিনায়ক রোভম্যান পাওয়েল। হোপ খেলেন ৪৬ রানের ইনিংস, আর পাওয়েল ঝোড়ো ব্যাটিংয়ে করেন ৪৪ রান। এছাড়া শেষ দিকে ছোট কিন্তু কার্যকর ইনিংস আসে নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ডের ব্যাট থেকে, যা দলীয় সংগ্রহকে টেনে নেয় চ্যালেঞ্জিং পর্যায়ে।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম, দুজনেই নিয়েছেন একটি করে উইকেট।

এখন ম্যাচ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৬৬ রান। চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় টাইগার ব্যাটারদের জন্য এটি কঠিন হলেও অসম্ভব নয়—এমনটাই আশা করছেন সমর্থকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর