ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পরিষ্কারভাবে জানালেন—জাতীয় দলে বড় কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয় না; বরং কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট মিলে যৌথভাবে সিদ্ধান্ত নেয়।
মিরাজ বলেন, ‘অনেকে ভাবেন হয়তো ক্যাপ্টেন আর সালাউদ্দিন স্যারই সব সিদ্ধান্ত নিচ্ছেন—আসলে তা নয়। প্রথমে হেড কোচ সিদ্ধান্ত প্রস্তাব করেন, এরপর আমরা সবাই মিলে আলোচনা করি। ফিল সিমন্স পরামর্শ দেন, সালাউদ্দিন স্যারও মত দেন, আমিও বলি—সবশেষে সবাই মিলে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।’
তিনি আরও বলেন, অনেক সময় প্রধান কোচের সঙ্গে মতের অমিলও হয়, কিন্তু সেই আলাপ-আলোচনার মাধ্যমেই দলীয় সমন্বয় তৈরি হয়। ‘কেউ একা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,’ যোগ করেন তিনি।
স্কোয়াড নির্বাচন প্রসঙ্গে মিরাজ বলেন, আসন্ন বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনা আগেই সাজানো হয়েছে। ‘ওয়ানডেতে আমরা হয়তো ১৫ জনের স্কোয়াড দিচ্ছি, কিন্তু আসলে ২৫ থেকে ২৭ জন খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে দেখছি। কে কোন পজিশনে ভালো পারফর্ম করছে, সেটাই যাচাই করা হচ্ছে। দিনশেষে পারফরম্যান্সই মুখ্য।’
তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘সৌম্য সরকার আগের দুই সিরিজে ছিলেন না, এবার সুযোগ পেয়েছেন। তরুণদের সুযোগ দিয়ে বোর্ড ও কোচরা তাদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন।’
মিরপুরের উইকেট নিয়ে মতামত জানাতে গিয়ে মিরাজ বলেন, এখানে খেলার অভিজ্ঞতা তার দীর্ঘদিনের। ‘আমার অভিষেকও হয়েছিল মিরপুরে। আমরা সবাই জানি, মিরপুরের উইকেট কেমন আচরণ করে। আগে একটু ঘাস থাকত, এখন কমেছে—তবে পার্থক্য খুব বেশি না। ঘাস থাকলে বল স্কিড করে, এখন সেটা একটু কম।’
মিরাজের মতে, উইকেট বা পরিস্থিতি নয়, দলীয় ঐক্য ও পরিকল্পিত প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
এসআর
মন্তব্য করুন: