[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ৮:২৪ পিএম

সংগৃহীত ছবি

ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

সৌম্য সরকার ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ের পর নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজদের ঘূর্ণিঝড়ে ক্যারিবীয়রা হার মানে ১৭৯ রানের বিশাল ব্যবধানে। ফলে তিন ম্যাচ সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

এ জয়ে দীর্ঘ বিরতির পর ওয়ানডে ক্রিকেটে আবারও হাসল টাইগাররা। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। মিরপুরের সবুজ গ্যালারি সাক্ষী রইল ঘূর্ণির উত্সবে ভরা এক বিকেলের, যেখানে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পেলেন তাঁর নেতৃত্বজীবনের প্রথম সিরিজ ট্রফি।

দুপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজনের ব্যাটে ভর করে গড়ে ওঠে ১৭৬ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শুরুতেই। সৌম্য ৮৬ বলে ৯১ ও সাইফ ৭২ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন। পরে তৌহিদ হৃদয় (২৮) ও নাজমুল হোসেন শান্ত (৪৪) দলের সংগ্রহ নিয়ে যান ২৯৬ রানে।

ক্যারিবীয়দের পক্ষে একমাত্র আকিল হোসেন কিছুটা প্রতিরোধ গড়েন—তিনি ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন। তবে তাঁর সাফল্য ঢেকে দেয় বাংলাদেশের স্পিনারদের দাপট।

বল হাতে শুরুতেই নিয়ন্ত্রণ দেখান নাসুম আহমেদ—মাত্র ৬ ওভারে ১১ রান খরচায় নেন ৩ উইকেট। তাঁকে দারুণভাবে সহায়তা করেন তানভির ইসলাম (২/১৬) ও রিশাদ হোসেন (৩/৫৪)। অধিনায়ক মিরাজ নিজেও নেন ২ উইকেট, সম্পূর্ণ করেন স্পিন আক্রমণের জয়যাত্রা।

ওয়েস্ট ইন্ডিজ টিকেছিল মাত্র ৩০.১ ওভার; ১১৭ রানে গুটিয়ে যায় পুরো দল। ইনিংসের শেষভাগে আকিল হোসেন ১৫ বলে ২৭ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তা বাংলাদেশের ঘূর্ণিঝড় সামলানোর জন্য যথেষ্ট ছিল না।

এই জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় (১৭৯ রানে) এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের জয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর