জমে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ।
তিন ম্যাচ সিরিজের সিদ্ধান্ত নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে গড়াবে অলিখিত এই ফাইনাল।
প্রথম ম্যাচে জয় পেয়েছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জয় তুলে নিয়ে সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। ফলে আজকের ম্যাচে জয়ী দলই উঠাবে সিরিজের ট্রফি।
মিরপুরের স্লো-লো ও টার্নিং উইকেটে বোলিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। চার স্পিনার—মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদের সঙ্গে পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান।
তবে ব্যাটিং লাইনআপে আসতে পারে সামান্য পরিবর্তন। তানজিদ হাসান তামিমকে একাদশে ফেরানো হতে পারে, ফলে সৌম্য সরকারকে জায়গা ছাড়তে হতে পারে। লোয়ার মিডল অর্ডারে জাকের আলীকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও তা খুব বেশি জোরালো নয়।
ওয়েস্ট ইন্ডিজ দলও বোলিং বিভাগে বড় কোনো পরিবর্তন আনবে না বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যাটিং অর্ডারে দেখা যেতে পারে নতুন মুখ, কারণ আজকের জয়ই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।
সাইফ হাসান, তানজিদ হাসান/সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান/জাকির হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এসআর
মন্তব্য করুন: