বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবসরের বিষয়ে নতুন তথ্য জানালেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের সফরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপই হবে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ, আর মিরপুরে খেলবেন ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে সেই ইচ্ছা পূরণ হয়নি।
তবে এবার ভক্তদের জন্য চমক নিয়ে এলেন সাকিব। জানালেন, আসলে তিনি এখনও কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি।
সাকিবের ভাষায়, “সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।”
তিনি আরও বলেন, “আমি চাই নিজের দেশের মাঠে, বিশেষ করে মিরপুরে, ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে। এটা শুধু আমার জন্য নয়, বরং আমার ভক্তদের জন্যও বিশেষ কিছু হবে। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।”
সাকিবের এই মন্তব্যে আবারও জেগে উঠেছে ভক্তদের আশা— হয়তো এখনও তার হাতে বাকি আছে বাংলাদেশের হয়ে শেষবার জার্সি গায়ে জড়ানোর সুযোগ।
এসআর
মন্তব্য করুন: